Delhi Firing: ১০ হাজার টাকার জন্য এলোপাথাড়ি গুলি, মৃত্যু দুই বোনের

ঘটনা নিয়ে দিল্লিতে রাজনৈতিক চাপানউতরও শুরু করেছে। এই ঘটনার কথা টুইট করে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এই ঘটনা নিয়ে কেজরী নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে বলে পাল্টা দিয়েছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।

Delhi Firing: ১০ হাজার টাকার জন্য এলোপাথাড়ি গুলি, মৃত্যু দুই বোনের
ঘটনাস্থলে পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 4:26 PM

নয়াদিল্লি: ১০ হাজার টাকা ধার। সেই টাকা আদায়ের জন্য টাকা ধার নেওয়া ব্যক্তির বাড়িতে চড়াও হল এক দল দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির দুই বোনের। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে দিল্লির আরকে পুরমের আম্বেদকর বস্তিতে। মৃত দুই যুবতীর নাম পিঙ্কি (৩০) এবং জ্যোতি (২৯)। তাঁদের পেটে এবং বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখানে মৃত্যু হয় দুই বোনের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পাওনা টাকা আদায়ে গুলি চালনার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর অন্দরে।

পুলিশ জানিয়েছে, ললিত নামের এক ব্যক্তি দেব নামে এক যুবকের থেকে ১০ হাজার ধার নিয়েছিলেন। সেই টাকা ফরত দেওয়া নিয়ে দেবের সঙ্গে ললিতের বচসাও হয়। রবিবার ভোরে ১৫-২০ জনের সশস্ত্র দুষ্কৃতী দল যায় ললিতের বাড়ির সামনে। সেখানে গিয়ে দরজা ধাক্কায় দুষ্কৃতীরা। পাথরও ছোড়ে। কিন্তু দরজা খোলেনি ললিত। তার পর দুষ্কৃতীরা চলে যায়। এর পর দুই বোনকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে আসেন ললিত। তখন দুষ্কৃতীরা ফের ফিরে আসে। এবং গুলি চালাতে শুরু করে। সেই গুলিই পিঙ্কি ও জ্যোতির গায়ে লাগে। ললিতের গায়েও গুলি লাগে। কিন্তু তাঁর গা ছুয়ে বেরিয়ে যায় গুলি। এর পর তিন জনকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ললিতের দুই বোনের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। ইতিমধ্যেই দেব, মাইকেল ও অর্জুন নামের তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা নিয়ে দিল্লিতে রাজনৈতিক চাপানউতরও শুরু করেছে। এই ঘটনার কথা টুইট করে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এই ঘটনা নিয়ে কেজরী নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে বলে পাল্টা দিয়েছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।