Bribe: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
তেলঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি রবীন্দ্র দাচেপল্লি। তাঁর বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ভীমগল কলেজ। সেই কলেজের এক ছাত্রী পরীক্ষা কেন্দ্র নিজের কলেজে দেওয়ার জন্য আবেদন করেছিলেন।
হায়দরাবাদ: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে উঠল ঘুষ নেওয়ার অভিযোগ। সুবিধামতো পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নিয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগে দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে ওই উপাচার্য। তাঁর বেডরুম থেকে ঘুষের টাকাও উদ্ধার হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী উপাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ে।
তেলঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি রবীন্দ্র দাচেপল্লি। তাঁর বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ভীমগল কলেজ। সেই কলেজের এক ছাত্রী পরীক্ষা কেন্দ্র নিজের কলেজে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ওই ছাত্রীর অভিযোগ, এই কাজের জন্য ৫০ হাজার টডাকা দাবি করেন ওই উপাচার্য। সেই টাকা নিয়েওছিলেন। এর পরই অভিযোগ করেন ওই ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে উপাচার্যের হায়দরাবাদের বাড়িতে হানা দেয় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তাঁর বেড রুম থেকে ওই টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে।