Corona Outbreak: মাইল ফলক ছোঁয়ার পরের দিনই আরও কমল সংক্রমণ! তবে চিন্তা বাড়াচ্ছে এই রাজ্য
Corona Cases: গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন।
নয়া দিল্লি: দেশবাসীকে ১০০ কোটি টিকা দেওয়ার নজির গড়েছে ভারত। আর এই নজিরের গড়ার ঠিক পরের দিন দেখা যাচ্ছে সংক্রমণ গ্রাফ আরও নিম্নমুখী হয়েছে। গতকালের তুলনায় প্রায় ১৪ শতাংশ কম হয়েছে সংক্রমণ। যার কারণে কিছুটা হলেও স্বস্তিতে চিকিৎসক থেকে সাধারণ দেশবাসী।
বিগত কিছুদিন ধরেই সংক্রমণ গ্রাফ ২০ হাজারের নীচেই রয়েছে। গতকালও তার অন্যথা হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৮ হাজার ৪৫৪ জন। করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৪১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৪৪৯ জন।
দেশের মৃত্যুর গ্রাফও নিম্নমুখী। গত একমাস আগেও ভয় ধরাচ্ছিল মৃতের সংখ্যা। কখনও ২০০ কখনও বা ৩০০-র গণ্ডি ছুঁইছুঁই ছিল সেই সংখ্যাটা। এরপর তা কমে দেড়শোর কম হয়। কিন্তু কিছুটা হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ২৩১ জনের মৃত্যু হয়েছে।
তবে গোটা দেশে সংক্রমণ কমলেও শীর্ষে এখনও কেরল, তামিলনাড়ু মহারাষ্ট্র রয়েছে। সবচেয়ে বেশি সংক্রমণ এখনও কেরলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩৩ জন।
এদিকে,চিন্তা বাড়াচ্ছে এই রাজ্যের করোনা সংক্রমণ। বুধবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। আর বুধবার পজিটিভিটি রেট দাঁড়িয়ে আছে ২.৪৩ শতাংশে। অপরদিকে এদিনে মোট করোনা আক্রান্তের ২৪৪ জনই কলকাতার! স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৫ জন। আর মৃত্যুহার ১.২ শতাংশ। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৭৩টি।
গতকাল সকালেই ঘড়ির কাটা ১০টা পার করার আগেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, দেশের ১০০ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে গণটিকাকরণ কর্মসূচির সূচনার পরই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ডিসেম্বরের মধ্যেই দেশের ১০০ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের আগেই সেই লক্ষ্য পূরণ করল কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে টিকাকরণ হয়েছে ৬১ লক্ষ ২৭ হাজার ২৭৭ জনের। মোট টিকা পেয়েছেন ১০০ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৫৮০ জন।
আরও পড়ুন: Purbo Medinipur: ‘নাক-মুখ দিয়ে গলগল করে রক্ত বেরল, মেয়েটা আমার চোখের সামনেই শেষ…’