মদ খেয়েই চোখ অন্ধকার, বিষমদে মৃত্যু কমপক্ষে ১২ জনের, দৃষ্টিশক্তি হারালেন ১৬ জন
ডেপুটি ইন্সপেক্টর লালন মোহন প্রসাদ জানান, বিষমদ কাণ্ডে এখনও অবধি মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পটনা: মদের আসক্তিই জীবন কেড়ে নিল কমপক্ষে ১২ জনের। দৃষ্টিশক্তিও হারিয়েছেন অনেকে। বিহারের পশ্চিম চম্পারণে বিষমদ খেয়ে প্রাণ হারানোর ঘটনায় ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পশ্চিম চম্পারণের দেউরা গ্রামের মদের ভাটিখানা থেকে মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। একাধিক গ্রামবাসীর দাবি, রবিবার ওই ভাটিখানা থেকে মদ খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে থাকেন তারা। কিছুক্ষণের মধ্যেই ক্ষীণ হতে থাকে দৃষ্টিশক্তি। কয়েক ঘণ্টার মধ্যেই দুই চোখে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অনেকে।
তম্পারণ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর লালন মোহন প্রসাদ জানান, বিষমদ কাণ্ডে এখনও অবধি মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১২টি পরিবারের তরফে দাবি করা হয়েছে যে, রবিবার ওই মদ খেয়েই বাড়ির সদস্যের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
তেলপুর গ্রাম পঞ্চায়েতের প্রক্তন প্রধান মহম্মদ জাভেদ জানান, স্থানীয় পুলিশদের সহায়তাতেই রামনগর ও লৌরিয়া পুলিশ স্টেশনের অধীনে একাধিক জায়গায় এই বেআইনি মদ তৈরি ও বিক্রির কারবার চলছে। পুলিশ সবকিছু জেনেও মুখ বুঝে থাকে, কারণ ওই মদ কারবারিদের থেকে টাকার একটি মোটা অংশ তাদের পকেটে ঢোকে। স্থানীয় বাসিন্দারা বহুবার এই বেআইনি মদের ভাটি নিয়ে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনও লাভ হয়নি। ১৬ জন দৃষ্টিশক্তি হারানো এবং কমপক্ষে ১২ জনের মৃত্যুতে এ বার যদি তৎপর হয় প্রশাসন। আরও পড়ুন: সংসদের সামনে নয়, কৃষকদের প্রতিবাদ হবে অন্য জায়গায়! বাধ্যতামূলক করা হল আইডি কার্ড