Corona Outbreak: ৬ মাসে সর্বনিম্ন সংক্রমণ, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
India Corona Care: গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন।
নিউ দিল্লি: উৎসবের মরশুমে সামান্য স্বস্তি! গত ২৪ ঘণ্টায় কমল করোনা আক্রান্তের সংখ্যা। বিগত পাঁচ দিন পর ফের আক্রান্তের সংখ্যা নামল কুড়ি হাজারের নীচে। গত দেড় বছর ধরে করোনা (Corona) জর্জরিত দেশ। কখনও কমেছে, কখনও বা বেড়েছে করোনা সংক্রমণের গ্রাফ। গত সপ্তাহে হঠাৎই ২০ হাজারের নীচে চলে গিয়েছিল গ্রাফ। কিন্তু এরপর ফের সংক্রমণ ২০ হাজার ছাড়ায়। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে গ্রাফ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। গতকাল সেই সংখ্যাটা ২০ হাজার ৭৯৯ এসে দাঁড়ায়। এদিকে আবার করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬৩৯ জন। গতকাল সেই সংখ্যাটা ২৫ হাজার ৪৫৫।
এদিকে, গতকাল পর্যন্ত ওঠা-নামা করছিল মৃত্যুর গ্রাফ। দেশে একদিনে মৃতের সংখ্যাও স্থিতিশীল নয়। গত একমাস যাবত সেই সংখ্যাটা কখনও বড়ে ৩০০-র গণ্ডি ছুঁয়েছে। কখনও বা কমে ২০০ ঘোরাফেরা করেছে। তবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু বেড়ে ২৬৩ হয়েছে।
উৎসবের মরশুমে কেরলে বেড়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। বিগত কিছুদিন পর সেই সংখ্যা একধাক্কায় হ্রাস পেয়েছে। তবে এখনও আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে ৮ হাজার ৮৫০ হয়েছে । এর আগে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু পুনরায় সংখ্যাটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সামান্য বেড়ে গিয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। অন্যদিকে, তামিলনাড়ুতেও বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তে হয়েছেন ১ হাজার ৪৬৭ জন। চতুর্থস্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল ৩৯৭ জন।
আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিগত কয়েকদিন ৭০০ আশেপাশে থাকার পর আজ ৬০০ নামল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত হয়েছেন ৬০১ জন। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৩৭ জনের।
এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১৬ জন। বিগত দু’সপ্তাহ ধরে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্যা ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। অন্যদিকে, গত কয়েকদিন ধরে ভাবাচ্ছিল মিজ়োরামের সংক্রমণের গ্রাফ। এখনও সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ভাবাচ্ছে দেশকে। গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্ত বেড়ে হয়েছে ১ হাজার ৬৮১ জন। টিকাকরণের হার বাড়িয়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রেণে রাখার চেষ্টা চলছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে মোট ৯১কোটি ৫৪ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: West Bengal School: পুজোর পরই কি তাহলে খুলছে স্কুল? আরও এক ধাপ এগল বিকাশ ভবন