J&K Accident: ঘুটঘুটে অন্ধকার রাস্তায় সাঁই সাঁই করে ছুটছিল বরযাত্রীর বাস, বাঁক নিতেই ছিটকে পড়ল খাদে! মৃত ২
J&K Accident: উধমপুরের রামনগরের গুন্ডিয়া গ্রাম থেকে আসছিল ওই বাসটি। যাত্রীরা সকলেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফেরার সময় বাস চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিল।
শ্রীনগর: একে পাহাড়ি রাস্তা, তার উপরে ঘুটঘুটে অন্ধকার। চালকের গাফিলতিতেই পাহাড় থেকে ছিটকে খাদে পড়ল একটি বাস। দুর্ঘটনায় এখনও অবধি দুইজনের মৃত্যুর খবর মিলছে। গুরুতর আহত আরও ৩৮ জন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের উধমপুরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বাসটি। দ্রুতগতিতে চালানোর চরম মাশুল চোকাতে হল যাত্রীদের। নিয়ন্ত্রণ সামলাতে না পেরেই ১৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উধমপুরের রামনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। বাসে প্রায় ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিল। তারা সকলেই খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন। তারাই স্থানীয় প্রশাসনে খবর দেন। গ্রামবাসীদের সহায়তাতেই খাদে নেমে আহতদের উদ্ধারকাজ শুরু করা হয়।
উধমপুরের মুখ্য় স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক বিজয় বাসনোত্রা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত ৩৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হচ্ছে।
J&K | Two dead, 38 people got injured after a bus fell into a deep gorge in Keya Morh area of Udhampur
Upon receiving the info, we immediately sent the ambulances to the spot. 10 injured have been referred to district hospital Udhampur: Dr Vijay Basnotra, CMO Udhampur (07.07) pic.twitter.com/9iLgMB81gF
— ANI (@ANI) July 7, 2022
স্থানীয় সূত্রে জনা গিয়েছে, উধমপুরের রামনগরের গুন্ডিয়া গ্রাম থেকে আসছিল ওই বাসটি। যাত্রীরা সকলেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফেরার সময় বাস চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিল। পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ছিটকে ১৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।। তিনি টুইটে বলেন,”উধমপুরের রামনগরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত বেদনাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”