Earthquake: চিড় ধরল দেওয়ালে, দুলে উঠল খাট, ১০ মিনিটেই শক্তিশালী জোড়া ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, আতঙ্কে ঘরছাড়া অনেকে

Earthquakes in J&K: চলতি সপ্তাহেই একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। গত ১৩ জুন দুপুরে দিল্লি, পঞ্জাব,হরিয়ানা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়। পরে জানা যায়, জম্মু-কাশ্মীরে ভূমিকম্পের কারণেই ওই কম্পন অনুভূত হয়েছিল।

Earthquake: চিড় ধরল দেওয়ালে, দুলে উঠল খাট, ১০ মিনিটেই শক্তিশালী জোড়া ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, আতঙ্কে ঘরছাড়া অনেকে
চলতি সপ্তাহেই হওয়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 5:57 AM

শ্রীনগর: সপ্তাহ শেষে ফের ভূমিকম্প (Earthquake) উপত্যকায়। শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর (Jammu Kashmir)। তাও আবার একবার নয়। ১০ মিনিটের ব্যবধানে পরপর দুইবার কম্পন অনুভূত হল বিস্তীর্ণ এলাকা জুড়ে। জানা গিয়েছে, শনিবার রাতে প্রথম ভূমিকম্পটি হয় লাদাখে (Ladakh)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ঠিক এর ১০ মিনিট বাদেই ভূমিকম্প হয় জম্মু-কাশ্মীরের ডোডায় (Doda)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। জোড়া ভূমিকম্প হলেও, এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ লাদাখে ভূমিকম্প হয়। লেহ-লাদাখ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এর কিছুক্ষণ পরই, ৯টা ৫৫ মিনিটে জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ডোডায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলেই জানা গিয়েছে।

১০ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প হলেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও অবধি। প্রশাসনের তরফে আজ, রবিবার ক্ষয়ক্ষতির হিসাব করতে এলাকা পরিদর্শন করা হবে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। গত ১৩ জুন দুপুরে দিল্লি, পঞ্জাব,হরিয়ানা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়। পরে জানা যায়, জম্মু-কাশ্মীরে ভূমিকম্পের কারণেই ওই কম্পন অনুভূত হয়েছিল। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। শক্তিশালী ভূমিকম্পে ওই অ়ঞ্চলের বেশ কিছু বাড়িতে ফাটল ধরে। দেওয়াল ধসে কমপক্ষে ৫জন আহত হন।
ওই শক্তিশালী ভূমিকম্পের পরেরদিনই, বুধবার ভোর রাতেও জম্মু-কাশ্মীরের কাটরা ও ডোডায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ ও ৩.৫।  তবে ওই ভূমিকম্পে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।