Road Accident: পিকনিক থেকে ফিরছিল সবাই, বাসে তখন চূড়ান্ত হুল্লোড়, মোড় ঘুরতেই আনন্দ বদলে গেল বিষাদে…

Maharashtra Accident: বাসটি দ্রুতগতিতে আসছিল। রবিবার রাত ৮টা নাগাদ খাড়াই রাস্তায় বাঁক নেওয়ার সময় আচমকাই তা নিয়ন্ত্রণ হারায় এবং চাকা পিছলে উল্টে যায়।

Road Accident: পিকনিক থেকে ফিরছিল সবাই, বাসে তখন চূড়ান্ত হুল্লোড়, মোড় ঘুরতেই আনন্দ বদলে গেল বিষাদে...
উল্টে যাওয়া বাসটি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 10:37 AM

মুম্বই: কোচিং সেন্টার থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। দিনভর হুল্লোড়ের পর আবার বাসে করেই ফিরছিলেন সকলে। মাঝপথেই হঠাৎ ঘটল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস। দুর্ঘটনায় কমপক্ষে ২ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪৮ জন পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকনিক করে চেম্বুরে ফিরছিল পড়ুয়ারা। তাদের সঙ্গে দুইজন শিক্ষকও ছিলেন। রবিবার রাতে খোপলির কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি রবিবার সকালে ৪৮ পড়ুয়া সহ মোট ৫২ জন যাত্রী নিয়ে চেম্বুর থেকে ‘ওয়েট অ্যান্ড জয় ওয়াটারপার্ক অ্যান্ড অ্য়ামুউসমেন্ট পার্ক’ নামক একটি বিনোদন পার্কে গিয়েছিল। সারাদিন সেখানে কাটানোর পর রাতেই ফিরে আসছিলেন মুম্বইয়ে। ফেরার পথেই খোপলির কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। চাকা পিছলে উল্টে যায় বাস। দুর্ঘটনাস্থলেই হিতিকা খান্না ও রাজ মাহাত্রে নামক দুই পড়ুয়ার মৃত্যু হয়। বাসের ৪৮ জন যাত্রী আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসটি দ্রুতগতিতে আসছিল। রবিবার রাত ৮টা নাগাদ খাড়াই রাস্তায় বাঁক নেওয়ার সময় আচমকাই তা নিয়ন্ত্রণ হারায় এবং চাকা পিছলে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন এবং আহত পড়ুয়াদের উল্টে যাওয়া বাস থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান। কয়েকজন পড়ুয়া বর্তমানে লোনাভালা ও খোপলির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দেওয়া হয়। তাদের হাতে ও  মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের ময়ঙ্ক কোচিং সেন্টারে পড়ত সকল যাত্রীরা। রবিবার সকলে খোপলির ওই বিনোদন পার্কে গিয়েছিল পিকনিক করতে। ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। বাসের ৪৮ জনই দশম শ্রেণির পড়ুয়া। ঘটনাস্থলেই দুইজন পড়ুয়ার মৃত্যু হয়। বাকি অনেকে হাসপাতালে ভর্তি। তবে কারোর অবস্থাই সঙ্কটজনক নয় বলে জানা গিয়েছে।