Physical Harassment: বাংলার তরুণীকে কাজ দেওয়ার নাম করে গুরুগ্রামের হোটেলে ‘ধর্ষণ’!
Gurugram: পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪২, ৩৫৪-বি, ৩৭৬ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
গুরুগ্রাম: কাজ দেওয়ার নাম করে কর্মহীন তরুণীকে ডেকেছিলেন হোটেলে। সেখানেই তাঁকে দুদিন বন্দি করে রাখার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর অভিযোগ, তাঁকে হেনস্থা করার পাশাপাশি এক যুবক ধর্ষণও করেছেন। রীতিমতো নাটকীয় পরিস্থিতি থেকে নির্যাতিতাকে উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের একটি হোটেলে। বুধবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বয়স ২২ বছর। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এ রাজ্যের বাসিন্দা, ২২ বছরের ওই তরুণী দিল্লিতে থাকেন। পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন তিনি। তা করতে গিয়েই অভিযুক্ত দুই যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিযুক্ত যুবকরা তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই গুরুগ্রামের সেক্টর ৪৬-এর একটি হোটেলে ওই তরুণীকে দুই অভিযুক্ত ডেকেছিলেন বলে অভিযোগ। সেখানে যেতেই হোটেলের ঘরে জোর করে আটকে রাখা হয় তরুণীকে।
সেখানেই দুই যুবক তাঁকে মারধর করেছে বলে অভিযোগ। এক যুবক ধর্ষণ করেছে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী। দুদিন হোটেলের ঘরে আটকে রাখা হয়েছিল তাঁকে।
দুই অভিযুক্ত ঘর থেকে বেরোতেই সেখান থেকে পালানোর চেষ্টা করেন ২২ বছরের তরুণী। কিন্তু অভিযুক্তরা তাঁকে ধরে ফেলে। তার পর জোর করে গাড়িতে তোলে। গাড়ি হোটেল থেকে বের হওয়ার সময় সেখানে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। তা দেখেই ঘাবড়ে যায় অভিযুক্তরা। পুলিশ দেখে তরুণীকে গাড়িতে ফেলেই পালানোর চেষ্টা করে তাঁরা। এক অভিযুক্ত সেখান থেকে চম্পট দিলেও অন্য জন ধরা পড়ে যান। তরুণীকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অপর অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ।