Kerala: ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন লাগানোর অভিযোগ, মৃত ৩, আহত ৮

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলাপ্পুজা-কান্নুর এক্সপ্রেস ট্রেনটি কোঝিকোড় স্টেশন পেরনোর পর কোরাপুজা রেলওয়ে ব্রিজে পৌঁছেছিল। সে সময়ই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সহযাত্রীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ।

Kerala: ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন লাগানোর অভিযোগ, মৃত ৩, আহত ৮
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 7:27 AM

কান্নুর: চলন্ত ট্রেনের মধ্যে সহযাত্রীর গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চলন্ত ট্রেনে যাত্রীর গায়ে আগুন লাগার জেরে ৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আগুন লাগানোর ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তিন জন। তাঁদের দেহ রেল লাইন থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক জন মধ্যবসয়ি ব্যক্তি, এক জন মহিলা ও এক বছরের এক শিশু। এলাথুর রেলস্টেশনের কাছে রেললাইনে এই তিন জনের দেহ উদ্ধার হয়েছে। ট্রেনে যাত্রীর গায়ে আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে কেরলে। আলাপ্পুজা-কান্নুর এক্সিকিউটিভ এক্সপ্রেসে রবিবার ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলাপ্পুজা-কান্নুর এক্সপ্রেস ট্রেনটি কোঝিকোড় স্টেশন পেরনোর পর কোরাপুজা রেলওয়ে ব্রিজে পৌঁছেছিল। সে সময়ই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সহযাত্রীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। চলন্ত ট্রেনের মধ্যে আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকি যাত্রীদের মধ্যে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। এর জেরে আট জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ট্রেনের অন্য যাত্রীরা চেন টেনে ট্রেন থামান। ট্রেন কান্নুরে পৌঁছলে যাত্রীরা রেল কর্তৃপক্ষকে জানান। শিশু সহ এক মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন তাঁদের খোঁজ শুরু করে রেল পুলিশ। দীর্ঘ তল্লাশির পর রেললাইন থেকে তিন জনের দেহ উদ্ধার হয়। এক বছরের শিশু-সহ মহিলার দেহ উদ্ধারের পাশাপাশি এক মধ্যবয়সি ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, ট্রেনে আগুন দেখে ভয়ে তিন জন ট্রেন থেকে নামার চেষ্টা করেন। তার জেরেই রেললাইনে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।

ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সহযাত্রীর গায়ে আগুন লাগানোয় অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।