COVID-19 in Maharashtra: ২৪ ঘণ্টাতেই করোনায় মৃত ৩! ফের এই রাজ্যে ভয়াল রূপ নিচ্ছে সংক্রমণ, কড়া পদক্ষেপ করবে সরকার?

COVID-19: রবিবার সে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬২ জন। শুধুমাত্র বাণিজ্যনগরী মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭২ জন। এই নিয়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮৮-তে। 

COVID-19 in Maharashtra: ২৪ ঘণ্টাতেই করোনায় মৃত ৩! ফের এই রাজ্যে ভয়াল রূপ নিচ্ছে সংক্রমণ, কড়া পদক্ষেপ করবে সরকার?
মহারাষ্ট্রে ফের বাড়ছে করোনা। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 7:54 AM

মুম্বই: সেই ২০২০ থেকে শুরু হয়েছিল সংক্রমণ। বছর ঘুরতে না ঘুরতেই ফের নতুন রূপে হাজির হচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। একের পর এক ভ্যারিয়েন্টের দাপটে বাড়ছে সংক্রমণ, অসুস্থ হচ্ছেন হাজার হাজার মানুষ। সংক্রমণ মোকাবিলায় একাধিক টিকা তৈরি করা হলেও, সংক্রমণের জেরে মৃত্যু সম্পূর্ণভাবে থামানো যাচ্ছে না। মার্চ মাসের শেষভাগ থেকেই দেশে ফের একবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছে। এই পরিস্থিতিতে চিন্তা ধরাচ্ছে বেশ কয়েকটি রাজ্য়ের করোনা সংক্রমণ। এর মধ্যে অন্যতম হল মহারাষ্ট্র (Maharashtra)। করোনা (COVID-19) সংক্রমণের শুরু থেকেই এই রাজ্যের আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়িয়েছিল। এবার ফের একবার নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজ্য় স্বাস্থ্য় বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০০-রও বেশি মানুষ। একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ জনের।

মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগের তথ্য় অনুযায়ী, রবিবার সে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬২ জন। শুধুমাত্র বাণিজ্যনগরী মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭২ জন। এই নিয়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮৮-তে।

রাজ্য় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের মূলত তিনটি জেলায় সক্রিয় রোগীর সংখ্য়া সবথেকে বেশি। তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে মুম্বই, সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১০৭০। এরপরে রয়েছে পুণে, যেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৬৬।  থানেতে সক্রিয় রোগীর সংখ্যা ৬১৬।

দৈনিক আক্রান্তের সংখ্য়া ৫০০-র গণ্ডি পার করতেই সংক্রমণের হার বা পজেটিভিটি রেটও বৃদ্ধি পেয়ে ৯.৪ শতাংশে পৌঁছেছে। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ৩৯৫ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৩ শতাংশ। এর আগে শনিবার মহারাষ্ট্রে ৪২৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে কোনও মৃত্যুর খবর মেলেনি। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন স্ট্রেইন এক্সবিবি১.১৬-র কারণে এই সংক্রমণের বাড়বাড়ন্ত। এখনই আতঙ্কিত না হয়ে, মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা ভ্যাকসিন নেওয়ার মতো স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হয়েছে।