Jammu and Kashmir: মঙ্গলে বড় সাফল্য উপত্যকায়, এনকাউন্টারে হত কাশ্মীরি পন্ডিত খুনে যুক্ত দুই লস্কর জঙ্গি সহ ৩

Jammu and Kashmir: সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে হত ৩ জঙ্গি। তিনজনই লস্কর-ই-তৈবার বলে জানা গিয়েছে।

Jammu and Kashmir: মঙ্গলে বড় সাফল্য উপত্যকায়, এনকাউন্টারে হত কাশ্মীরি পন্ডিত খুনে যুক্ত দুই লস্কর জঙ্গি সহ ৩
ফাইল ছবি (সৌজন্যে: PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 9:47 AM

শ্রীনগর: মঙ্গলবার সকালে উপত্যকায় সন্ত্রাসবাদ দমন অভিযানে সাফল্য ভারতীয় সেনার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই বাধে নিরাপত্তা বাহিনীর। আর এই এনকাউন্টারে সাফল্য আসে নিরাপত্তা বাহিনীর। এই এনকাউন্টারে অন্ততপক্ষে তিনজন জঙ্গির মৃত্যুর হয়েছে। তিনজনই লস্কর-ই-তৈবার (Lashkar-e-Toiba) সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্বন্ধে খবর পাওয়ার পর সোপিয়ানের জ়াইনাপোরার মুনঝ মার্গে তল্লাশি ও ঘেরাও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।’ তিনি বলেন, ‘পরে সেই তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিবর্তিত হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিনজন এলইটি জঙ্গি মারা গিয়েছে।’ এদিকে কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে, ‘এলইটির সঙ্গে যুক্ত জঙ্গিদের নিধন করা হয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে।’

তিনজনের মধ্যে দু’জনকে লতিফ লোন ও উমের নাজ়ির বলে শনাক্ত করা হয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আরেকটি টুইটে কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে, ‘কাশ্মীরি পন্ডিত পূরণ কিষাণ ভাটের হত্য়ায় সোপিয়ানের লতিফ লোন যুক্ত ছিল এবং নেপালের তিল বাহাদুর থাপাকে খুনের সঙ্গে যুক্ত ছিল অনন্তনাগের উমের নাজ়ির।’