আক্রান্ত ২২ মাসের শিশুও, জিকা ভাইরাসের পরীক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ কেরল সরকারের

Zika Virus in Kerala: কেরলে নতুন করে আরও তিনজন আক্রান্তের খোঁজ মিলেছে, এই নিয়ে রাজ্যে মোট জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮-এ। নতুন আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে।

আক্রান্ত ২২ মাসের শিশুও, জিকা ভাইরাসের পরীক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ কেরল সরকারের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 8:23 AM

তিরুবনন্তপুরম: আরও বাড়ছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেরলে নতুন করে আরও তিনজন আক্রান্তের খোঁজ মিলেছে, এই নিয়ে রাজ্যে মোট জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮-এ। নতুন আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে।

গত সপ্তাহেই কেরলে জিকা ভাইরাসের উপস্থিতি জানা যায়। ২২ বছরের এক গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়। এরপর থেকেই রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একটি বিবৃতিতে জানান, “২২ মাসের এক শিশুও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ২৯ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে মোট ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে।”

বীণা জর্জ জানান, তিরুবনন্তপুরমে একটি পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে। ত্রিশূর, কোঝিকোড় মেডিক্যাল কলেজ এবং আলাপুজ্জায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতেও নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুটি ব্যাচে মোট ২৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেখানে ২৬টি নমুনার ফলই নেগেটিভ আসে। তৃতীয় ব্যাচে আটটি নমুনা পাঠানো হয়, তারমধ্যেই তিনজন আক্রান্তের খোঁজ মেলে।

রাজ্য স্বাস্থ্য জফতরের তথ্য অনুযায়ী, পুণের এনআইভি থেকে ২১০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। এরমধ্যে এক হাজার কিট তিরুবনন্তপুরম, ৫০০টি আলাপুজ্জায় এবং ৩০০টি ত্রিশূর ও কোঝিকোড়ে পাঠানো হয়েছে।  তিরুবনন্তপুরমে পাঠানো টেস্টকিটগুলির মধ্যে ৫০০টি ট্রিপলেক্স কিট একই সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের নমুনা চিহ্নিতকরণে সক্ষম বলে জানা গিয়েছে।

পুণের এনআইভি-র তরফেও যারা জ্বরে আক্রান্ত হচ্ছেন, তাদের রক্তের নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আরও ২৭টি সরকারি ল্যাব এই পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা চলছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, বিশেষত গর্ভবতী মহিলাদের জ্বর, গায়ে ব্যাথা বা কোনও প্রকার ব়্যাশ বেরিয়েছে কিনা, তার দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও পড়ুন: ‘…মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াব’, আড়াই বছরেই সংকটে বাঘেলের মুখ্যমন্ত্রিত্ব?