Ayodhya Ram Temple: মুখে জয় শ্রীরাম স্লোগান, ১৫০ কিমি হেঁটে রামলালার দর্শনে অযোধ্যায় ৩৫০ মুসলিম

মুসলিমদের এই যাত্রার আয়োজন করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামের একটি সংগঠন। আরএসএস সমর্থিত এই সংগঠনই এই যাত্রার আয়োজন করেছে। ৩৫০ জন মুসলিম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে হেঁটেছেন ১৫০ কিলোমিটার রাস্তা। উত্তর ভারতের কনকনানি ঠান্ডার মধ্যেই তাঁরা হেঁটেছেন। কমবেশি ২৫ কিলোমিটার হাঁটার পর বিশ্রাম নিয়েছেন তাঁরা।

Ayodhya Ram Temple: মুখে জয় শ্রীরাম স্লোগান, ১৫০ কিমি হেঁটে রামলালার দর্শনে অযোধ্যায় ৩৫০ মুসলিম
রামমন্দিরের পথে মুসলিম ভক্তরাImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 01, 2024 | 7:00 PM

অযোধ্যা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পরের দিন থেকেই অযোধ্যার রামমন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। বিভিন্ন ধর্মের মানুষ আসছেন রামমন্দিরে রামলালার দর্শন করতে। বুধবারই অযোধ্যায় পৌঁছল এ রকম এক ভক্ত দল। ৩৫০ জনের ওই ভক্তদলের সকলই মুসলিম। লখনউ থেকে অযোধ্যায় রামের দর্শন পেতে এসেছেন তাঁরা। লখনউ থেকে হেঁটে তাঁরা এসেছেন অযোধ্যায়। ২৫ জানুয়ারি লখনউ থেকে যাত্রা শুরু করেছিলেন ৩৫০ জন মুসলিম। ৬ দিন হেঁটে বুধবার অযোধ্যায় এসেছেন। বৃহস্পতিবার সারা দিন অযোধ্যা ঘুরে দেখছেন তাঁরা। যাচ্ছেন সরযূ তীরেও।

মুসলিমদের এই যাত্রার আয়োজন করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামের একটি সংগঠন। আরএসএস সমর্থিত এই সংগঠনই এই যাত্রার আয়োজন করেছে। ৩৫০ জন মুসলিম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে হেঁটেছেন ১৫০ কিলোমিটার রাস্তা। উত্তর ভারতের কনকনানি ঠান্ডার মধ্যেই তাঁরা হেঁটেছেন। কমবেশি ২৫ কিলোমিটার হাঁটার পর বিশ্রাম নিয়েছেন তাঁরা। এই কষ্ট করেই রামের দর্শন পেতে অযোধ্যায় এলেন এই মুসলিমরা।

এ বিষয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মুখপাত্র শাহিদ সৈয়দ বলেছেন, “রামমন্দির দর্শন করতে লখনউ থেকে অযোধ্যায় পায়ে হেঁটে এসেছেন ৩৫০ জন। নতুন ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এটি। কোনও ধর্মই যে হিংসা কথা বলে না, সহাবস্থানের কথা শেখায়, তা এই উদ্যোগে ফুটে উঠেছে।”