Thane Robbery : ‘ছোটো মিঞা, বড় মিঞার’ ছায়া, পুলিশ সেজে ডাকাতি চার কীর্তিমানের
Thane Robbery : সিনেমার স্ক্রিপ্টের অনুকরণে গয়না চুরি হল মহারাষ্ট্রের থানে এলাকায়। পুলিশের পরিচয় দিয়ে বৃদ্ধার গয়না নিয়ে উধাও ৪ অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
মুম্বই : এ যেন পুরো বলিউড মুভি। বড় মিঞা, ছোটো মিঞা ছবিতে পুলিশ সেজে দোকান লুঠ করতে গিয়েছিল অমিতাভ বচ্চন ও গোবিন্দা। এইবার অনেকটা সেই সিনেমার স্ক্রিপ্ট ফলো করেই এক মহিলাকে লুঠ করল চার অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ৬০ বছর বয়সী এক মহিলাকে ঠকিয়ে তাঁর থেকে প্রায় ১.২ লক্ষ টাকার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহারাষ্ট্রের থানে জেলার ঘটনা।
মুম্বইয়ের বাসিন্দা ওই বছর ৬০ এর বৃদ্ধা। তিনি শুক্রবার সকালে নাসিক হাইওয়ে দিয়ে থানের দিকে যাচ্ছিলেন। ওই বৃদ্ধা অভিযোগ করেছেন, স্পোর্টস বাইক চ়ড়ে এসেছিলেন চারজন। বৃদ্ধার অটো-রিক্সা পেরিয়ে সেই বাইক বৃদ্ধার পথ আটকে থামে। তিনি নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পরিচয়পত্র দেখিয়ে তারা ওই বৃদ্ধাকে দাবি তাঁর পরনের গয়না ব্যাগে ভরে নিতে বলে। এবং সেই কাজে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে এই চার অভিযুক্ত। অভিযুক্তরা একটি প্যাকেটে সেইসব গয়না ভরে সেটি মহিলার হাতে তুলে দেয়। তারপর সেই জায়গা থেকে চলে যায় তারা।
ওই চারজনের চলে যাওয়ার পর তাদের দেওয়া প্যাকেটটি খুলে বৃদ্ধা দেখেন সেটি ফাঁকা। কোনগাঁও পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ স্টেশনের আধিকারিক জানিয়েছেন যে, ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।