G20 RIIG Conference: লক্ষ্য টেকসই নীল অর্থনীতির প্রসার, কাল থেকে দিউ-য়ে শুরু জি২০ গোষ্ঠীর বৈঠক

G20 RIIG Conference at Diu: বৃহস্পতিবার (১৮ মে) থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল দিউ-য়ে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং (RIIG) সম্মেলন। চলবে ১৯ মে পর্যন্ত। দুদিনের এই বৈঠকে একটি টেকসই ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির প্রসারের উপায় নিয়ে আলোচনা করবেন জি২০ সদস্য দেশগুলির প্রতিনিধিরা।

G20 RIIG Conference: লক্ষ্য টেকসই নীল অর্থনীতির প্রসার, কাল থেকে দিউ-য়ে শুরু জি২০ গোষ্ঠীর বৈঠক
দিউয়ের সমুদ্র সৈকতে ভারতের জি২০ সভাপতিত্বের লোগো
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:14 PM

দিউ: বৃহস্পতিবার (১৮ মে) থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল দিউ-য়ে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং (RIIG) সম্মেলন। চলবে ১৯ মে পর্যন্ত। দুদিনের এই বৈঠকে একটি টেকসই ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির প্রসারের উপায় নিয়ে আলোচনা করবেন জি২০ সদস্য দেশগুলির প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন, আমন্ত্রিত অতিথি দেশগুলির প্রতিনিধিরা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের আমন্ত্রিত বিশেষজ্ঞরা। এই বৈঠকে ভারত তার নিম্ন-তাপমাত্রার তাপ বিশুদ্ধিকরণ প্রযুক্তি এবং সামুদ্রিক স্থানিক পরিকল্পনায় তার অগ্রগতি তুলে ধরবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আসন্ন বৈঠকের মবূল আলোচ্য বিষয়, ‘টেকসই নীল অর্থনীতির জন্য বৈজ্ঞানিক চ্যালেঞ্জ এবং সুযোগ’। দুই দিনের এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সেক্রেটারি তথা জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং-এর চেয়ারপার্সন ড. শ্রীভারি চন্দ্রশেখর।

এই জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং সম্মেলনটির আয়োজক কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক। এই সম্মেলনে ৩৫ জনেরও বেশি বিদেশী প্রতিনিধি এবং ৪০ জন ভারতীয় বিশেষজ্ঞ, প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন, ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. এম রবিচন্দ্রন । ভারতের জি২০ সভাপতিত্বের অধীনে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং-এর মূল থিম হল, ‘ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য গবেষণা এবং উদ্ভাবন’। সভাপতি হিসেবে মূলত চারটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করেছে ভারত – টেকসই শক্তির উপকরণ, সার্কুলার বায়ো-ইকোনমি, এনার্জি ট্রান্সিশনের জন্য ইকো-ইনোভেশন এবং একটি টেকসই নীল অর্থনীতির জন্য বৈজ্ঞানিক চ্যালেঞ্জ এবং সুযোগ। সামুদ্রিক এবং স্বাদু জলের পরিবেশ সংরক্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশ ও শক্তি এবং খাদ্যের মতো সম্পদ উৎপাদনের জন্য টেকসই উপায়ের অর্থনৈতিক ব্যবস্থাকে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বলা হয়।

ইতিমধ্যেই রাঁচি, ডিব্রুগড় এবং ধর্মশালায় প্রথম তিন বিষয়ে জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং-এর তিনটি সম্মেলন সমাপ্ত হয়েছে। এবার, চতুর্থ বৈঠকটি হতে চলেছে দিউ-য়ে। টেকসই নীল অর্থনীতির জন্য বৈজ্ঞানিক চ্যালেঞ্জ এবং সুযোগ বিষয়ে আসন্ন সম্মেলনে বেশ কয়েকটি সাবথিম নিয়ে আলোচনা হবে। এই সাবথিমগুলি হল – নীল অর্থনীতির সেক্টর এবং সুযোগ, সামুদ্রিক দূষণ, উপকূলীয় এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য, পর্যবেক্ষণ, তথ্য এবং তথ্য পরিষেবা, উপকূলীয় এবং সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, গভীর-সমুদ্র অনুসন্ধান, নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, এবং নীল অর্থনীতির নীতি এবং কৌশল।