খেলতে গিয়ে শস্যগোলায় ঢুকেছিল ৫ ভাই-বোন, নির্মম পরিণতিতে শোকস্তব্ধ গোটা গ্রাম
খেলতে খেলতেই শস্য রাখার গোলা(Grain Storage)-এ ঢুকে পড়েছিল পাঁচ ভাইবোন। আচমকাই ঢাকনা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ ভিতরেই আটকে থাকেন তাঁরা। যতক্ষণে মা এসে তাঁদের খুঁজে বের করেন, ততক্ষণে হয়ে গিয়েছিল অনেক দেরি।
বিকানির: বয়স ১০-র গণ্ডিও পার করেনি। কেউ সবে স্কুলে যাওয়া শুরু করেছিল, কেউ আবার প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে পড়ছিল। ছুটির দিনে ভাইবোনেদের নিয়ে খেলতে বেরিয়েছিল ৮ বছরের “বড় দাদা”। তবে তাঁরা যে আর বাড়ি ফিরবে না, এ কথা কল্পনাও করতে পারেননি গ্রামের বাসিন্দারা। খেলার ছলেই শস্য মজুত রাখার গোলায় ঢুকে পড়েছিল পাঁচ শিশু। অতর্কিতে গোলার ঢাকনা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ সেখানেই আটকে থেকে দমবন্ধ হয়ে প্রাণ হারাল পাঁচ শিশু। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানিরের হিম্মতসার গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মা কাজে বেরিয়ে যাওয়ার পর হিম্মতসার গ্রামের পাঁচ শিশু বাড়ির সামনেই খেলছিল। সামনেই ছিল একটি শস্য রাখার গোলা। প্রায় ফাঁকাই ছিল সেই গোলাটি। খেলাচ্ছলেই এক শিশু ওই গোলার ভিতরে ঢুকে পড়ে। তাঁর দেখাদেখি বাকিরাও ওই গোলার মধ্যো ঢোকে। সেই সময়ই আচমকা ঢাকনা বন্ধ হয়ে যায় গোলার। ভিতরেই আটকে পড়েন পাঁচ শিশু।
বাড়ি ফিরে ওই মহিলা কাউকে দেখতে না পেয়ে আশেপাশেই খুঁজতে শুরু করেন। শস্য রাখার গোলার ঢাকনা বন্ধ দেখতেই তড়িঘড়ি ঢাকনা খোলেন তিনি। দেখেন, ভিতরেই আটকে পড়ে রয়েছে পাঁচ সন্তান। প্রতিবেশীদের সাহায্য নিয়ে কোনওমতে উদ্ধার করা হয় ওই শিশুদের। স্থানীয় একটি সরকারি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করেন। বিকানিরের পুলিশ আধিকারিক জানান, মৃত শিশুদের নাম সেবারাম (৪), রবিনা (৭), রাধা (৫), পুনম (৮) ও মালি।
আরও পড়ুন: আর সূচে ভ্যাকসিন নয়, ক্যাপসুল খেলেই দূর হবে করোনা!