আর সূচে ভ্যাকসিন নয়, ক্যাপসুল খেলেই দূর হবে করোনা!

বিশ্বের একাধিক দেশে চলছে করোনা (COVID) টিকার ক্যাপসুল তৈরির কাজ।

আর সূচে ভ্যাকসিন নয়, ক্যাপসুল খেলেই দূর হবে করোনা!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 4:46 PM

নয়া দিল্লি: করোনা টিকাকরণ চলছে জোর কদমে। এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে যেসব টিকা অনুমোদন পেয়ছে সবকটিই দিতে হয় সূচের মাধ্যমে। কিন্তু এ বার ক্যাপসুলের মাধ্যমে করোনা টিকা দেওয়ার বন্দোবস্ত করতে চলেছে ভারতের ওষুধ নির্মাতা সংস্থা ফার্ম প্রিমাস বায়োটেক। যার ফলে আর প্রয়োজন পড়বে না সূচের। যেভাবে আর দশটা ওষুধ খেতে সে ভাবেই গিলে খাওয়া যাবে মারণ ভাইরাস রোধের বিশল্যকরণী।

বিশ্বের একাধিক দেশে চলছে করোনা টিকার ক্যাপসুল তৈরির কাজ। ন্যাজাল ভ্যাকসিন ট্রায়াল শুরু হয়েছে অনেক আগেই। যত তাড়াতাড়ি ভ্যাকসিন রক্তরসে মিশবে তত তাড়াতাড়ি গড়ে উঠবে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। ন্যাজাল ভ্য়াকসিনের মাধ্যমে করোনা টিকা সরাসরি ফুসফুসে গিয়ে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তাই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী ন্যাজাল ভ্যাকসিন তৈরির চেষ্টায় রয়েছে অনেক ফার্ম।

প্রিমাস বায়োটেক জানিয়েছে, পরীক্ষাগারে প্রস্তুত কৃত্রিম প্রোটিনের মাধ্যমে তৈরি হবে এই ক্যাপসুল। ওষুধ নির্মাণের জন্য আমেরিকার ওরামেড ফার্মাসিউটিক্যালের সঙ্গে হাত মিলিয়েছে প্রিমাস বায়োটেক। তবে এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ভাইরাসের বিরুদ্ধে ক্যাপসুল তৈরির কাজ। ট্রায়ালের পর সব পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই ডিজিসিআই অনুমোদন পাবে প্রিমাসের এই করোনা বিরোধী ক্যাপসুল।

আরও পড়ুন: ‘ভূতেরা কখনও মরে না’, বামেদের কটাক্ষ বিপ্লব দেবের