‘টাইম’ ম্যাগাজিনে ‘উদীয়মান নেতা’দের তালিকায় চন্দ্রশেখর আজাদ

পাঁচ ভারতীয়ের নাম আছে বিখ্যাত মার্কিন পত্রিকার তালিকায়

'টাইম' ম্যাগাজিনে 'উদীয়মান নেতা'দের তালিকায় চন্দ্রশেখর আজাদ
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 5:54 PM

লখনউ: আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিনে (TIME) বিভিন্ন সময় সেরা ব্যক্তিত্বদের তালিকায় উঠে এসেছে একাধিক ভারতীয়ের নাম। পরপর কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব (influential people) -এর তালিকায়। এবার সেই ম্যাগাজিনে উদীয়মান নেতা হিসেবে উঠে এল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের নাম, যিনি মোদী বিরোধী আন্দোলনে শিরোনামে এসেছেন একাধিকবার।

টাইম ম্যাগাজিনে ১০০ জন উঠতি নেতার (emerging leaders) একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেখানে রয়েছে পাঁচ ভারতীয়ের নাম, যার মধ্যে অন্যতম ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। এছাড়া ভারতীয় বংশোদ্ভুত হিসেবে যাদের নাম আছে তাঁরা হলেন, টুইটারের উচ্চপদস্থ আইনজীবী বিজয়া গাড্ডে, ইউকে-র অর্থমন্ত্রী ঋষি সুনক, ইনস্টাকার্ট (Instacart) সংস্থার প্রতিষ্ঠাতা অপূর্ব মেহতা, পেশায় চিকিৎসক শিখা গুপ্তা, (আপসলভ) Upsolve সংস্থার প্রতিষ্ঠাতা রোহন পাভুলুরি।

আরও পড়ুন: আগে ভাতিজার সঙ্গে লড়, পরে দিদির সঙ্গে লড়বি, শাহকে চ্যালেঞ্জ মমতার

মার্কিন পত্রিকার এডিটোরিয়াল ডিরেক্টর দান মাস্কাই এই তালিকা প্রসঙ্গে বলেছেন, তালিকায় থাকা প্রত্যেকেই আগামিদিনে ইতিহাস গড়বেন, কেউ কেউ ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন।

তবে ভারতীয়দের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য চন্দ্রশেখর আজাদের নাম। গত কয়েক বছরে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি। দলিতদের জন্যই তাঁর আন্দোলন। হাথরস-কাণ্ডে দলিত মহিলার ধর্ষণ ও মৃত্যুর পর রাজধানীতে আন্দোলনে দেখা যায় তাঁকে। বিআর আম্বেদকরের অনুগামী চন্দ্রশেখর আজাদ ২০১৪-তা তৈরি করেন ভীম আর্মি। উত্তরপ্রদেশে দলিতদের জন্য বিনামূল্যে স্কুল চালায় ওই সংস্থা। ২০১৯-এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে অবশ্য এসপি-বিএসপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

মোদী সরকারের নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জেল খাটতে বয় তাঁকে। পুলিশের অনুমতি ছাড়া জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত পদযাত্রা করার অভিযোগ উঠেছিল ভীম আর্মির বিরুদ্ধে।