Food Poison: আইসক্রিম খেয়ে অসুস্থ ২৫ শিশু সহ ৫৫, ২ জনের অবস্থা গুরুতর
একটি ধর্মীয় অনুষ্ঠানে আইসক্রিম খেয়েই শিশু সহ ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
খারগোনে: আইসক্রিম (Ice Cream) খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৫৫ জন। যার মধ্যে ২৫টি শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোনে জেলায়। একটি ধর্মীয় অনুষ্ঠানে আইসক্রিম খেয়েই শিশু সহ ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আইসক্রিমের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
খারগোনে জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. দৌলত সিং চৌহান জানান, জেলা সদর দফতর থেকে ১৪ কিলোমিটার দূরে ছাতাল গ্রামে বুধবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আইসক্রিম খাওয়ার পরই ২৫ শিশু সহ ৫৫ জন অসুস্থ হয়ে পড়ে। তাঁদের খারগোনে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। অসুস্থদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ছাতাল গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে আইসক্রিম খাওয়ার পরই ২৫টি শিশু সহ সকলের পেটে ব্যথা, বমি শুরু হয়। তারপর রাত যত বাড়ে, ততই তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হয়। এরপর রাতেই জেলা হাসপাতালে ভর্তি হন ২৫ শিশু সহ ৫৫ জন। যদিও এদিন সকালের মধ্যেই ২০ শিশু সহ ১০ জন সুস্থ হয়ে গিয়েছে। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন জেলা হাসপাতালে মেডিক্যাল অফিসার ডা. দিলীপ সেপতা।
আইসক্রিমে বিষক্রিয়ার জেরেই শিশু সহ একসঙ্গে ৫৫ জন অসুস্থ হয়ে পড়েন বলে খারগোনে জেলা হাসপাতালের তরফে জানানো হয়েছে। যে আইসক্রিম খেয়ে শিশু সহ এতজন অসুস্থ হয়ে পড়েন, তাঁকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. দৌলত সিং চৌহান জানান, বুধবার রাতে ছাতাল গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে দীনেশ কুশওয়াহা নামে স্থানীয় এক ব্যক্তি আইসক্রিম তৈরি করেছিলেন এবং তিনিই সেটি বিক্রি করছিলেন। কী ভাবে আইসক্রিমে বিষক্রিয়া ঘটল, আইসক্রিমে যে বরফ ব্যবহার হয়েছে, সেটি কোথা থেকে আনা হয়েছে, সে ব্যাপারে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।