Congress Candidate List: কর্নাটক নির্বাচনে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কোলার কেন্দ্র পাবেন সিদ্দারামাইয়া?
Congress Candidate List: বৃহস্পতিবার কর্নাটকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এদিনও কোলার কেন্দ্র থেকে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বেঙ্গালুরু: ভোটের দামামা বেজে উঠেছে দক্ষিণী রাজ্যে। এই আবহেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এই দফায় আরও ৪১ টি আসনে প্রার্থী ঘোষণা করা হল কংগ্রেসের তরফে। এইদিক থেকে বিজেপি অনেকটা পিছিয়েই থাকল। যেখানে কংগ্রেস দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করল। সেখানে বিজেপি এখনও একটি কেন্দ্রেও প্রার্থী দেয়নি। তবে প্রার্থী তালিকা ঘোষণা না করলেও নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই বিজেপি। প্রচারে ঝড় তুলতে তারক-তারকাদেরও ময়দানে নামাচ্ছে পদ্ম শিবির।
আজ কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কর্নাটক বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার উপস্থিতিতে কংগ্রেসের তরফে ৪১ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত মোট ১৬৬ টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। তবে এই ঘোষণাতেও কোলার আসেন কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে সেই আসনটি নিয়ে জল্পনা বাড়ছে। কোলার আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সমস্ত মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ইতিমধ্যেই বরুণা আসন থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হয়ে গিয়েছে। তবে তিনি সব নির্বাচনেই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। তাই এইবারও তেমনটাই পরিকল্পনা ছিল তাঁর। তিনি গত ফেব্রুয়ারি মাসেই আবেদনের মাধ্যমে নিজের পছন্দের তিনটি আসনের নামও উল্লেখ করেন। এর মধ্যে ছিল কোলার, বরুণা ও বাদামি। সিদ্দারামাইয়া আশা করছিলেন, তিনি কোলার কেন্দ্র থেকে প্রার্থী হবেন। বেশ কয়েক মাস ধরেই কোলার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমি তৈরি করছিলেন তিনি। তবে দলের সিদ্ধান্তে সিদ্দারামাইয়ার সেই আশা ভেস্তে যেতে পারে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস সূত্র মারফত জানা গিয়েছে, তাঁকে দুটি আসন থেকে প্রার্থী করার কোনও পরিকল্পনা নেই দলের। এর মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে কংগ্রেস বার্তা দিতে চায় যে সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ ও সব নেতা-কর্মীরাই সমান। এদিকে এটাই তাঁর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন বলে জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। আর এই কোলার আসন থেকে সিদ্দারামাইয়াকে প্রার্থী না করা হলে তা প্রবীণ নেতার জন্য বড়সড় ধাক্কা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।