Bullet Train: জাপান থেকে ভারতে আসছে ৬ খানা বুলেট ট্রেন, কোথায় চলবে
Indian Railway: রেলের এক কর্তা বলেন, গত এক বছরে প্রকল্পে ১০০ কিলোমিটারের বেশি ভায়াডাক্ট (এলিভেটেড স্প্যান) সম্পন্ন হয়েছে। গত এক বছরে ছটি নদী সেতুর কাজ শেষ হয়েছে। গুজরাটের ২০টি সেতুর মধ্যে সাতটির কাজ শেষ হয়েছে।
নয়া দিল্লি: বন্দে ভারত বা সেমি বুলেট ট্রেন নয়, ভারতে এবার আসছে বুলেট ট্রেন। জাপান থেকে আনা হবে সেই ট্রেনগুলি। মার্চ মাসের শেষে জাপান থেকে প্রথম ছ’টি E5 সিরিজ শিনকানসেন ট্রেন (বুলেট ট্রেন) কেনার চুক্তি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ২০২৬ সালের জুন-জুলাইতে গুজরাটে প্রথম বুলেট ট্রেন চালু করার বিষয়ে আত্মবিশ্বাসী রেল। সূত্রের খবর, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল) এই বছরের ১৫ অগস্টের মধ্যে ট্রেন আনা, অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হল সমস্ত চুক্তি করে ফেলবে।
জানা গিয়েছে, আমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে ৫০৮ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন করিডরে ‘সীমিত স্টপ’ (লিমিটেড স্টপ) এবং ‘অল স্টপ’ পরিষেবা থাকবে। এখানে সীমিত স্টপেজ সহ ট্রেনগুলি মুম্বাই এবং আমেদাবাদের মধ্যে মাত্র ২ ঘন্টার মধ্যে দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় পরিষেবার ক্ষেত্রে আনুমানিক ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগবে। রেলের কর্তারা জানিয়েছেন, গত জানুয়ারি মাস পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে গুজরাটে অগ্রগতি সবথেকে দ্রুতহারে হচ্ছে।
রেলের এক কর্তা জানিয়েছেন, গত এক বছরে এই প্রকল্পে ১০০ কিলোমিটারের বেশি ভায়াডাক্ট (এলিভেটেড স্প্যান) সম্পন্ন হয়েছে। গত এক বছরে ছটি নদী সেতুর কাজ শেষ হয়েছে। গুজরাটের ২০টি সেতুর মধ্যে সাতটির কাজ শেষ হয়েছে।
রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন সাম্প্রতিককালে মহারাষ্ট্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কাজে। রাজ্য প্রশাসন সমস্ত জেলা কালেক্টরকে এই মাসের শেষের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। প্রকল্পটি অনুমোদনও পেয়েছে।