Jagdish Dewda: মেলার মাঝে বন বন করে তরোয়াল ঘোরাচ্ছেন মন্ত্রী, বয়স না কি ৬৫! দেখুন ভিডিয়ো

Madhya Pradesh minister Jagdish Dewda sword skills: মেলার মাঝে বন বন করে তরোয়াল ঘোরাচ্ছেন মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেওড়া। বয়স না কি তাঁর ৬৫! দেখুন ভাইরাল ভিডিয়ো।

Jagdish Dewda: মেলার মাঝে বন বন করে তরোয়াল ঘোরাচ্ছেন মন্ত্রী, বয়স না কি ৬৫! দেখুন ভিডিয়ো
মেলার মাঝে তলোয়ার হাতে মধ্যপ্রদেশের অর্থমনত্রী জগদীশ দেওড়া
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:43 PM

ভোপাল: পিছনে দ্রত লয়ে বাজছে ঢোল। মাইকে চলছে কিছু ঘোষণা। আশপাশে জনতার মধ্যে প্রবল উৎসাহ। এর মাঝে দাঁড়িয়ে আছেন সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো পরা এক ব্যক্তি। পোশাকটি দেখলে সহজেই চিনে নেওয়া যায় রাজনৈতিক নেতা বলে। কিন্তু, তাঁর হাতে ঢাল তলোয়াল এবং একটিু বাদেই সেই তলোয়ার বিপজ্জনকভাবে ঘোরাতে লাগলেন তিনি। তখন মনে সন্দেহ হতে বাধ্য, এ নিশ্চয়ই তলোয়ার খেলা দেখিয়েদের একজন। এরকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিশেষ ব্যক্তি হলেন মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেওড়া। ভিডিয়োটি দেখার পর অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আর তাঁর বয়স না কি ৬৫!

৬৫ বছর বয়সী এই মন্ত্রীকে সোমবার (২৯ অগস্ট) দেখা গেল তাঁর জন্মস্থান, মান্দসৌর জেলার মালহারগড় শহরে। শহরের বিখ্যাত বাবা রামদেব মেলাতেই তলোয়ার নিয়ে যে খেল দেখালেন তিনি, দেখে কাত সকলে। জন্মস্থানে ফিরে যেন বয়সেও তরুণ হয়ে গিয়েছিলেন জগদীশ দেওড়া। ভিডিয়োটি দেখলে মনে হবে আচমকাই তাঁর ভিতরের যোদ্ধাকে জাগ্রত হয়ে উঠেছিল। আশপাশে জড়ো হওয়া গেরুয়া শার্ট পরা তরুণের দলকে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে দেখা গিয়েছে।

ঢাল-তলোয়ার হাতে কখনও শূন্যে পাক খেয়ে, কখনও লাফিয়ে, ঘুরে ঘুরে তাঁর তলোয়ার লড়াইয়ের যে দক্ষতা প্রদর্শন করেছেন, তা না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। অথচ প্রদর্শন শেষ হতেই এক মুখ ভরা হাসি দেখা গিয়েছে মন্ত্রী মুখে। সকলের দিকে মাথা ঝুঁকিয়ে তিনি তাঁর তলোয়ার দক্ষতার প্রদর্শন শেষ করেন। তখন কে বলবে, একটু আগে এই লোকটিই কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল! বলাই বাহুল্য ৬৫ বছরের মন্ত্রীর এই দুর্দান্ত ফিটনেসের ঝলক দেখে মুগ্ধ নেটদুনিয়া। সকলেই জগদীশ দেওড়ার এই ‘অ্যাক্রোবেটিক পারফরম্যান্স’এর ভূয়সী প্রশংসা করেছে।

মান্দসৌরের এই মালহারগড় থেকেই পর পর আটবার বিধায়ক হয়েছেন জগদীশ দেওড়া। এর থেকেই এলাকায় তাঁর জনপ্রিয়তার পরিচয় পাওয়া যায়। ১৯৯০ সালে তিনি প্রথমবার এই এলাকার বিধায়ক হয়েছিলেন। তারপর আর ঘুরে তাকাতে হয়নি। ২০০৩ সালেই রাজ্যের স্বরাষ্ট্র এবং স্কুল শিক্ষা মন্ত্রী করা হয়েছিল তাঁকে। বর্তমানে তিনি শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার অর্থ, পরিকল্পনা, পরিসংখ্যান, আবগারি এবং অর্থনীতি বিভাগের মন্ত্রী।