আট দফায় নির্বাচন সংবিধান বিরোধী বলে চ্যালেঞ্জ শীর্ষ আদালতে, শুনানি মঙ্গলবার
সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করা হয়েছে। এমনই দাবি নিয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ অ্যাডভোকেট এমএল শর্মা।
নয়া দিল্লি: নজিরবিহীনভাবে এ রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) হবে আট দফায়। এর আগে কখনও এত বেশি দফার নির্বাচন দেখেনি রাজ্য। আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী বলে দাবি করে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন অ্যাডভোকেট এমএল শর্মা। মঙ্গলবার হবে সেই মামলার শুনানি।
গত ২৬ ফেব্রুয়ারি আসন্ন নিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোযণা করে নির্বাচন কমিশন। এপরপই নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করেন অ্যাডভোকেট এমএল শর্মা। সুপ্রিম কোর্টে তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে। কমিশনের ঘোষণায় স্থগিতাদেশ চেয়ে এই মামলা করেছেন তিনি।
পাশাপাশি, বাংলায় নির্বাচনি প্রচারে ধর্মীয় স্লোগান দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। জয় শ্রী রাম বা অন্যান্য ধর্মীয় স্লোগান রাজ্যে সম্প্রীতি নষ্ট করছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী এি ধরনের ধর্মীয় স্লোগান উত্থাপনের অভিযোগে সিবিআইয়ের কাছে এফআইআর নথিভুক্ত করার নির্দেশও চেয়েছেন তিনি।
রাজ্যে আট দফায় নির্বাচন হবে। ২৩ দিন ধরে হবে নির্বাচন। আগেই কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে শাসক দল তৃণমূল। নির্ঘণ্ট প্রকাশের পরই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ কর বলেছিলেন, “বিজেপির চোখেই বাংলাকে দেখছে কমিশন।” তাঁর কথায়, “বিহারে তিন দফায় ভোট হয়েছে। অসমে তিন দফায় ভোট হচ্ছে। কেরলে একদিনের ভোট। বাংলায় ২৯৪ টা আসনে আট দফায় ভোট কেন?” কাকে সুবিধা করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
যদিও বিজেপির দাবি, রাজ্যে যে ভাবে ভোট হয়েছে এর আগে সেই কথা মাথায় রেখেই এপই আট দফায় নির্বাচনের সিদ্ধান্ত। বাংলার ভোটে হিংসার ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।