Gas Leak: কারখানায় গ্যাস লিক করে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১১
Ludhiana Factory: অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে লিপ্ত তাঁরা। ওই এলাকা ঘনবসতি পূর্ণ হওয়ায় আরও মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কী করে এই দুর্ঘটনা ঘটল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
লুধিয়ানা: কারখানায় গ্যাস লিক করে ঘটল প্রাণহানির ঘটনা। পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুর এলাকায় রয়েছে একটি কারখানা। সেই কারখানা থেকেই গ্যাস লিকের ঘটনা ঘটেছে রবিবার। এর জেরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। পরে লুধিয়ানার ডেপুটি কমিশনার আর ২ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। এর জেরে মোট ১১ জনের মৃত্যু হল। ১১ জন অসুস্থ হয়েছেন গ্যাস লিকের ঘটনায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল পৌঁছে যায় গিয়াসপুরের ঘটনাস্থলে। পৌঁছে যায় দমকল এবং অ্যাম্বুল্যান্স। অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে লিপ্ত তাঁরা। ওই এলাকা ঘনবসতি পূর্ণ হওয়ায় আরও মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কী করে এই দুর্ঘটনা ঘটল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
গ্যাস লিক করে প্রাণহানির ঘটনা নিয়ে লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী তিওয়ানা বলেছেন, “নিশ্চিতভাবে এটি গ্যাস লিকের ঘটনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে মানুষকে উদ্ধার করছে। ঘটনায় ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের উৎসস্থল এখনও জানা যায়নি। এনডিআরএফ ঘটনার তদন্ত করছে।” তিনি জানিয়েছেন, কারখানার আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও গুরুত্ব দিচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা।
#WATCH | Punjab: NDRF personnel reach the spot in Giaspura area of Ludhiana where a gas leak claimed 9 lives; 11 others are hospitalised.
Local officials say that the area has been cordoned off. pic.twitter.com/BuxUEb8SCq
— ANI (@ANI) April 30, 2023
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান ঘটনা নিয়ে টুইট করেছেন। সমস্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনাকে দুঃখজনক অ্যাখ্যাও দিয়েছেন তিনি। গ্যাসলিকের ঘটনা ঘটনার সম্ভাব্য কারণের কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরাভি মালিক। তিনি বলেছেন, “এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। কিছু গ্যাসের মিশ্রনের জেরে এই ঘটনা ঘটেছে। ম্যানহোলে মিথেনের সঙ্গে অন্য কোনও রাসায়নিকের বিক্রিয়া ঘটে থাকতে পারে। এনডিআরএফ নমুনা জোগাড় করছে। বিস্তারিত তদন্ত চলছে।”