BYJU: কেন হঠাৎ ইডির তল্লাশি অফিসে, অভিযানের পরই বাইজুসের কর্মীদের বিশেষ বার্তা প্রতিষ্ঠাতার
BYJU Raid: বাইজু সংস্থার মালিক রবীন্দ্রন ইমেইল করে বলেন, "আমি আপনাদের কিছুক্ষণ সময় নিয়ে কিছু কথা বলতে চাই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাদের বেঙ্গালুরুর অফিসে তল্লাশি চালিয়েছে। ইডির সম্প্রতি এই তল্লাশি ফেমার অধীনে করা হয়েছে।
নয়া দিল্লি: ইডির নজরে শিক্ষামূলক অ্যাপ বাইজুস। শনিবারই বাইজুসের বেঙ্গালুরুর অফিসে হানা দেয় ইডি। দিনভর চলে তল্লাশি। গোটা ঘটনায় শঙ্কায় ভুগছেন বাইজুসের কর্মীরা। এই পরিস্থিতিতে, ইডির তল্লাশি অভিযানের পরই বাইজুসের প্রতিষ্ঠাতা রবীন্দ্রন সংস্থার কর্মীদের আশ্বস্ত করলেন। ইমেইল মারফত তিনি সংস্থার কর্মীদের জানিয়েছেন, সংস্থার বিদেশি বিনিয়োগ ম্যানেজমেন্ট আইন অনুসরণ করেই কাজ করেছে। ইডির তদন্তে সংস্থার তরফে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন সংস্থার প্রধান বাইজু রবীন্দ্রন।
শনিবার সকালে বাইজু নামক এডুটেক সংস্থার বেঙ্গালুরুর অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৈদেশিক আর্থিক লেনদেনে গরমিলের অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। বিভিন্ন সংস্থার কাছ থেকে, মূলত বিদেশি সংস্থা থেকে নেওয়া অর্থে গরমিলের অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, বাইজু সংস্থার মালিক রবীন্দ্রন ইমেইল করে বলেন, “আমি আপনাদের কিছুক্ষণ সময় নিয়ে কিছু কথা বলতে চাই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাদের বেঙ্গালুরুর অফিসে তল্লাশি চালিয়েছে। ইডির সম্প্রতি এই তল্লাশি ফেমার অধীনে করা হয়েছে। ইডির কাছ থেকে আমাদের কাছে আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। আপনারা জানেন, বিদেশে আমাদের মাত্র ৯ হাজার কোটি টাকার সম্পত্তি বিনিয়োগ রয়েছে, যা আমাদের সংস্থার ব্যপ্তি বৃদ্ধিরই অংশ। এর জন্য আমাদের বিদেশে একাধিক বিনিয়োগ রয়েছে। আমি এই বিষয়টিও উল্লেখ করতে চাই যে ভারতে স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে বাইজুস-ই সবথেকে বেশি বিনিয়োগ এনেছে। এরফলে আমরা দেশে ৫৫ হাজারেও বেশি কর্ম সংস্থানের সুযোগ তৈরি করতে পেরেছি।”
রবীন্দ্রন জানান, বিদেশি বিনিয়োগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় আইন মেনেই কাজ করা হয়েছে। রেগুলার ব্যাঙ্কিং মাধ্যম বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্বীকৃত ব্যাঙ্কের মাধ্যমেই যাবতীয় আর্থিক লেনদেন করা হয়েছে বলে জানানো হয়েছে। আগামিদিনেও বাইজুস সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে তদন্তে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।