Gopal Italia: জাতীয় মহিলা কমিশনের অফিস থেকেই আটক গুজরাটের আপ প্রধান
Gopal Italia detained: বৃহস্পতিবার (১৩ অক্টোবর), নয়া দিল্লির জাতীয় মহিলা কমিশনের কার্যালয় থেকে আটক করা হল আম আদমি পার্টির গুজরাট রাজ্যের প্রধান গোপাল ইটালিয়াকে।
নয়া দিল্লি: বৃহস্পতিবার (১৩ অক্টোবর), নয়া দিল্লির জাতীয় মহিলা কমিশনের কার্যালয় থেকে আটক করা হল আম আদমি পার্টির গুজরাট রাজ্যের প্রধান গোপাল ইটালিয়াকে। এদিন, এক বিতর্কিত ভিডিয়োর জেরে, গোপাল ইটালিয়াকে জাতীয় মহিলা কমিশনের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে দেখা গিয়েছে আপের গুজরাট প্রধানকে, এমনটাই অভিযোগ। মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ইটালিয়ার মন্তব্য “লিঙ্গবৈষম্যমূলক, নারীবিদ্বেষী এবং নিন্দাজনক”।
এদিন জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিতে আসেন গোপাল ইটালিয়া। সূত্রের খবর, সেই সময় জাতীয় মহিলা কমিশনের কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক আপ সমর্থক ভিড় জমিয়েছিলেন। রেখা শর্মা নিজেও আপ সমর্থকদের একটি ছবি টুইট করে অভিযোগ করেন, “আম আদমি পার্টির সব গুন্ডারা আমার অফিসের বাইরে হৈচৈ করছে।” গোপাল ইটালিয়া তাঁর প্রশ্নের যথাযথ জবাব দেননি বলেও দাবি করেন রেখা শর্মা। অন্যদিকে, গোপাল ইটালিয়া টুইট করে বলেছিলেন, “মহিলা কমিশনের চেয়ারম্যান আমাকে কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন। প্যাটেল সম্প্রদায়কে মোদী সরকার আর কীই বা দিতে পারে। বিজেপি পতিদার সম্প্রদায়কে ঘৃণা করে। আমি সর্দার বল্লভভাই প্যাটেলের বংশধর। আমি আপনাদের কারাগারকে ভয় পাই না। পুলিশও ডাকা হয়েছে।”
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে রেখা শর্মাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “তিনি (গোপাল ইটালিয়া) সমন পাওয়ার কথা অস্বীকার করলেও তাঁর জবাব প্রস্তুত ছিল। তিনি ভিডিয়োতে তাঁর উপস্থিতি অস্বীকার করেছেন কিন্তু জানিয়েছেন তিনিই সেটি টুইট করেছিলেন। তিনি দাবি করেছেন ভিডিয়োটিতে তিনি ছিলেন না। তাঁর বিবৃতি এবং লিখিত বক্তব্যের মধ্যে মিল নেই। তিনি সঠিক জবাব দেননি। আমি পুলিশকেও বলেছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর মতো পরিবেশ তৈরি করছেন। তার সমর্থকরা জোর করে এনসিডব্লিউ অফিসে প্রবেশ করার চেষ্টা করেছিল।” এর কিছু পরেই রেখা শর্মার কার্যালয় থেকে আচক করা হয় গুজরাটের আপ প্রধানকে।
গত সপ্তাহেই, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ইটালিয়ার ওই বিতর্কিত ভিডিয়োটি প্রকাশ করেছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় মহিলা কমিশন। আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া প্রমুখ, মহিলা কমিশনের পক্ষ থেকে গোপাল ইটালিয়াকে সমন পাঠানোর জন্য, বিজেপির সমালোচনা করেছেন। সিসোদিয়ার দাবি, ইটালিয়া এমন একটি দলের সদস্য, যারা স্কুল তৈরি করতে পারে, স্কুলের উন্নয়ন ঘটাতে পারে। সেই কারণেই বিজেপি দলের পক্ষ থেকে তাঁকে অযথা নাকাল করা হচ্ছে।