Raghav Chadha: সরকারি বাংলো হারাতে চলেছেন রাঘব চাড্ডা? কেন্দ্রের পক্ষেই রায় দিল দিল্লি আদালত
Government Bunglow: রাঘব চাড্ডাকে ২০২২-এর সেপ্টেম্বরে ৬ ক্যাটেগরির বাংলো দেওয়া হয়েছিল। কিন্তু, আপ সাংসদ দিল্লির পান্ডারা রোডে ৭ ক্যাটেগরির বাংলো দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করা দূরস্ত, বরং চলতি বছরের মার্চে সেই বাংলোটি বাতিল করে তাঁকে ৫ ক্যাটেগরির একটি বাংলো বরাদ্দ করে কেন্দ্র।
নয়া দিল্লি: বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Pariniti Chopra) সঙ্গে সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন। এর মধ্যেই বাংলো ছাড়ার নোটিস পেলেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুক্রবারই ৭ ক্যাটেগরির সরকারি বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দিল দিল্লি আদালত। সরকারের তরফে বাংলোটির বরাদ্দ বাতিল হয়ে যাওয়ার পর সেটি দখল করে রাখার অধিকার আপ সাংসদের নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।
সরকারি বাংলোটি নিয়ে কেন্দ্রের সঙ্গে আপ সাংসদ রাঘব চাড্ডার বিরোধ গত কয়েক মাস ধরেই চলছিল। আসলে, রাঘব চাড্ডাকে ২০২২-এর সেপ্টেম্বরে ৬ ক্যাটেগরির বাংলো দেওয়া হয়েছিল। কিন্তু, আপ সাংসদ দিল্লির পান্ডারা রোডে ৭ ক্যাটেগরির বাংলো দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করা দূরস্ত, বরং চলতি বছরের মার্চে সেই বাংলোটি বাতিল করে তাঁকে ৫ ক্যাটেগরির একটি বাংলো বরাদ্দ করে কেন্দ্র। এব্যাপারে রাজ্যসভার সচিবালয় থেকে বলা হয়, রাঘব চাড্ডা ৭ ক্যাটেগরির বাংলোর যোগ্য নন। যা নিয়ে আদালতের দ্বারস্থ হন আপ নেতা। দিল্লির পাতিয়ালা কোর্টে মামলা ওঠে। আদালত প্রথমে আপ নেতাকে বাংলো থেকে উচ্ছেদ করার উপর স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু, শুক্রবার ফের আদালতে শুনানি হয় এবং সরকারের পক্ষেই রায় দেয় আদালত।
এদিন পাতিয়ালা কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি বাংলো বরাদ্দ বাতিল হওয়ার পরেও সেটি দখল করে রাখার কোনও অধিকার রাঘব চাড্ডার নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি রাঘব চাড্ডা ৫ ক্যাটেগরির বাংলোতেই গিয়ে উঠবেন নাকি অন্য কোনও পদক্ষেপ করবেন? এদিন রাত পর্যন্ত রাঘব চাড্ডা বা আপের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।