Poorest CM Mamata Banerjee: দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী, কত টাকা আছে মমতার?

ADR report on poorest and richest CMs: ২০২৩ সালে ভারতের সব মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের প্রতিবেদন অনুসারে, দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকা! আর দরিদ্রতম হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত টাকা আছে তাঁর?

Poorest CM Mamata Banerjee: দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী, কত টাকা আছে মমতার?
দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 9:44 AM

দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? কেই বা দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী, অর্থাৎ, ধন সম্পদ কার সবথেকে কম? ২০২৩ সালে ভারতের সব মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের প্রতিবেদন অনুসারে, দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকা! যা ভারতের অন্যান্য মুখ্যমন্ত্রীর সম্মিলিত সম্পদের থেকেও বেশি। আর ভারতের সবচেয়ে কম সম্পদ রয়েছে যে মুখ্যমন্ত্রীর, তিনি আর কেউ নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কত সম্পত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? এডিআর-এর প্রতিবেদন বলছে, তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই তাঁর, সবটাই অস্থাবর সম্পত্তি। তিনিই আসলে ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী, যাঁর সম্পদ ১ কোটি টাকার নীচে। তাঁর সহজ সরল জীবন যাত্রা নিয়ে প্রচুর চর্চা হয়। বিদেশ সফরে গিয়েও কীভাবে শুধু মুড়ি খেয়ে থেকে খরচ বাঁচান, সেই কাহিনিও সুপরিচিত। তাঁর সম্পত্তির ছবিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহজ-সরল জীবনযাত্রার ছবিটা স্পষ্ট।

‘দরিদ্রতম মুখ্যমন্ত্রী’র তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সর্বশেষ নির্বাচনে জমা দেওয়া হলউনামা অনুযায়ী, সিপিআই(এম) নেতার সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। আর ১ কোটি টাকার সামান্য বেশি সম্পত্তি নিয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায় তৃতীয় স্থানে আছেন হরিয়ানার মনোহরলাল খট্টর।

অন্যদিকে, ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় খনি শিল্পের সঙ্গে যুক্ত জগনমোহন রেড্ডির পরই আছেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমু খান্দু। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্থাবর ও অস্থাবর মিলিয়ে রয়েছে ৬৩.৮৭ কোটি টাকার সম্পত্তি। তিনি আছে ধনীতমদের তালিকায় তৃতীয় স্থানে। এরপর আছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা। পঞ্চম স্থানে আছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী র সম্পদের মালিক এন রঙ্গস্বামী, তিনি ৩৮ কোটি টাকার মালিক। এছাড়া, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি রয়েছে ১৭ কোটি টাকার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা। এডিআর-এর প্রতিবেদন অনুসারে, ভারতের মোট ২৯ জন ‘কোটিপতি’ মুখ্যমন্ত্রীর গড় সম্পদের পরিমাণ ৩৩.৯৬ কোটি টাকা।

এডিআর-এর প্রতিবেদনে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীদের মধ্যে ঋণ সবথেকে বেশি রয়েছে তেলঙ্গানার তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ২৩.৫ কোটি টাকা, আর ঋণ ছিল প্রায় ৮.৮ কোটি টাকা। এই তালিকায় কেসিআর-এর পরই ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁর সম্পদ ছিল ৮.৯২ কোটি টাকা, আর ঋণ ৪.৯ কোটি টাকা। তৃতীয় স্থানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মোট সম্পদ ১১.৬ কোটি টাকা এবং ঋণ রয়েছে ৩.৭৫ কোটি টাকার। তবে, ঋণ তালিকায় প্রথম দুজন এখন আর মুখ্যমন্ত্রীর চেয়ারে নেই।