AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সংক্রমণের গতিতে ‘ফার্স্ট’ ভোটের বাংলা, বলছে কেন্দ্রের পরিসংখ্যান

লাগামহীন জমায়েতের ফলও হাতেনাতে পাচ্ছে শহর এবং রাজ্য। কলকাতায় পজিটিভিটির হার পৌঁছে গিয়েছে ৫০ শতাংশের উপরে।

সংক্রমণের গতিতে 'ফার্স্ট' ভোটের বাংলা, বলছে কেন্দ্রের পরিসংখ্যান
ছবি- টুইটার
| Updated on: Apr 26, 2021 | 11:34 PM
Share

নয়া দিল্লি: যে আশঙ্কা বিগত কয়েকদিন ধরেই করা হচ্ছিল, তা অবশেষে সত্যি প্রমাণিত হল। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে দ্রুত গতিতে করোনা ছড়াচ্ছে ভোটের বাংলায়। এবং সেই তথ্য খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকই প্রকাশ্যে এনেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধির হার ৯.৫ শতাংশ। যা দেশের মধ্যে সর্বাধিক। দ্বিতীয় স্থানেই রয়েছে কর্নাটক। সেই রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার ৯ শতাংশ।

দেশ জুড়ে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার পরই এ রাজ্যে দেদার বড় বড় রাজনৈতিক সমাবেশ চালিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলি। কোভিড বিধি পালন না করেই প্রচার সত্ত্বেও তাতে কোনও রাশ না টানায় প্রথমে কলকাতা হাইকোর্ট ও এ দিন মাদ্রাজ হাইকোর্টের তোপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। লাগামহীন জমায়েতের ফলও হাতেনাতে পাচ্ছে শহর এবং রাজ্য। কলকাতায় পজিটিভিটির হার পৌঁছে গিয়েছে ৫০ শতাংশের উপরে। অর্থাৎ নমুনা পরীক্ষা করা প্রতি দুজনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন করোনায়। দিনপ্রতি আক্রান্তের সংখ্যা শুধু কলকাতাতেই সোমবার পৌঁছেছে ৪ হাজারের দোরগোড়ায়।

আরও পড়ুন: একদিনে রেকর্ড ৬৮ মৃত্যু, পজিটিভিটির হারে দিল্লির চেয়েও বিপজ্জনক অবস্থায় বাংলা

এই পরিসংখ্যান আতঙ্কিত করার জন্য নয়, তবে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সংক্রমণ যদি এই হারেই ছড়াতে থাকে তবে তা কোথায় গিয়ে থামবে তার কোনও কূল-কিনারা পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য পরিকাঠামো প্রায় ভেঙে পড়ার অবস্থায়। হাসপাতালে শয্যা নেই। অক্সিজেনের অভাব দেখা দিতে শুরু করেছে একাধিক হাসপাতাল নার্সিং হোমে। সোমবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়ে প্রায় ১৬ হাজারে। এই পরিস্থিতিতে সোমবারই বাংলার সংক্রমণের হার প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: ‘খুনের মামলা হওয়া উচিত’, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কমিশন, ঐতিহাসিক পর্যবেক্ষণ হাইকোর্টের