Afghan Embassy: বন্ধুত্বে চিড়? ভারতে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস
India-Afghanistan: শনিবারই আফগানিস্তান সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়, "অত্যন্ত দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে জানানো হচ্ছে যে নয়া দিল্লিতে আফগানিস্তান দূতাবাসের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
নয়া দিল্লি: ভারতে বন্ধ হয়ে গেল আফগানিস্তানের দূতাবাস (Afghanistan Embassy)। আজ, রবিবার থেকেই তালিবান শাসিত ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে। শনিবারই সে দেশের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়। দূতাবাস বন্ধের কারণ হিসাবে ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে আফগান সরকার। এই অভিযোগের জেরে প্রভাব পড়তে পারে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে।
শনিবারই আফগানিস্তান সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “অত্যন্ত দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে জানানো হচ্ছে যে নয়া দিল্লিতে আফগানিস্তান দূতাবাসের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তালিবান শাসিত আফগান সরকার হঠাৎ এই সিদ্ধান্তের কারণ হিসাবে ভারত সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়া এবং আফগানিস্তানের স্বার্থ পূরণে ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে। তালিব সরকারের বিবৃতিতে ভারতের কাছ থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সাহায্য পাওয়া যায়নি বলেই অভিযোগ করা হয়েছে। এরফলে আফগান দূতাবাস নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।
এই সিদ্ধান্তকে একদিকে দুঃখজনক বলে উল্লেখ করলেও, অন্যদিকে আবার দাবি করা হয়েছে, ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ও ইতিহাস অত্যন্ত সতর্কভাবে বিবেচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু ভারতকেই দোষারোপ নয়, কাবুলে যে সঠিকভাবে পরিচালিত সরকারের অভাব রয়েছে, তাও উল্লেখ করা হয়েছে। দিল্লির দূতাবাসে কর্মীর অভাব ও আর্থিক সাহায্য না থাকাও দূতাবাস বন্ধের অন্যতম কারণ।
বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিকদের ভিসা রিনিউ করার ক্ষেত্রে সময়ানুযায়ী পর্যাপ্ত সাহায্যের অভাব থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে সাহায্য না মেলায় আফগান দূতাবাসে সঠিকভাবে কাজ করা যাচ্ছিল না। আফগান সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের হাতে দূতাবাস হস্তান্তর অবধি ইমার্জেন্সি কলসুলার পরিষেবা চালু থাকবে। ইতিমধ্যেই আফগানিস্তানের ৫ জন কূটনৈতিক ভারত ছেড়ে ইউরোপ ও আমেরিকায় চলে গিয়েছেন।