Modi tea party: মোদীর চা-চক্রে দেখা নেই স্মৃতি-অনুরাগের, আসলেন সম্ভাব্য সকল মন্ত্রীই
Modi tea party: বিজেপি এবং শরিক দলের নেতাদের নিয়ে এক চা বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনোনীত, নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে এই বৈঠকে যোগ দেওয়া নেতারাই নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন। কাদের দেখা গেল এই বৈঠকে? কাদের দেখা গেল না?
নয়া দিল্লি: রবিবার (৯ জুন) সন্ধ্যা সোয়া সাতটায় শপথ নেবে এনডিএ সরকার। তার কয়েক ঘণ্টা আগে, রবিবার (৯ জুন) প্রধানমন্ত্রীর বাসভবনে, একাধিক বিজেপি এবং শরিক দলের নেতাদের নিয়ে এক চা বৈঠক করলেন প্রদানমন্ত্রী মনোনীত, নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে এই বৈঠকে যোগ দেওয়া নেতারাই নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন। এই নেতাদের মধ্যে মন্ত্রিসভার বেশ কিছু পুরনো মুখের পাশাপাশি, নতুন মুখও রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এদিনের চা-বৈঠকে দেখা যায়নি মোদী মন্ত্রিসভার দুই অতি পরিচিত মুখ, স্মৃতি ইরানি বা অনুরাগ ঠাকুরকে।
অমিত শাহ, অর্জুন রাম মেঘওয়াল, বিএল ভার্মা, অন্নপূর্ণা দেবী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নিত্যানন্দ রাই, রাজনাথ সিং, রাও ইন্দ্রজিৎ সিং, অজয় তামতা, নির্মলা সীতারমন, সর্বানন্দ সোনোয়াল এবং কিরণ রিজিজুদের মতো পুরনো মুখদের পাশাপাশি ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এমএল খট্টর, কংগ্রেস থেকে বিজেপিতে আসা পিলিভিটের নবনির্বাচিত সাংসদ জিতিন প্রসাদ, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং-এর নাতি রবনীত সিং বিট্টু, অজমেরের সাংসদ ভগীরথ চৌধুরী, রক্ষা খড়সে, এবং হর্ষ মালহোত্রা প্রমুখ নতুন মুখরাও। নতুন মোদী সরকারে মন্ত্রী হিসেবে তাঁরা শপথ নেবেন বলে মনে করা হচ্ছে।
Prime Minister-designate Narendra Modi hosts a high tea at his residence in Delhi ahead of his swearing-in ceremony.@narendramodi @AmitShah @BJP4India @BJP4Gujarat @CRPaatil pic.twitter.com/HpDII07WGg
— Divyesh Pandey (Modi ka Parivar) (@DivyeshPandey4) June 9, 2024
এছাড়া, এস জয়শঙ্কর, পীযূষ গয়াল এবং নীতিন গড়করিকেও মন্ত্রী হিসেবে বহাল রাখা হতে পারে। এনডিএ শরিকদের মধ্যে মন্ত্রী হওয়ার সম্ভাব্য মুখ – জেডি-এস নেতা এইচডি কুমারস্বামী, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) প্রতিষ্ঠাতা জিতন রাম মাঝি, আরএলডি প্রধান জয়ন্ত সিং চৌধুরী এবং এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান ।
সংবাদ সংস্থা এএনআই-কে, ভারতের রিপাবলিকান পার্টির রাজ্যসভার সাংসদ রামদাস অটওয়ালে বলেছেন, “প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো সুযোগ পেয়েছেন এবং তাঁর নেতৃত্বে ইতিহাস তৈরি হচ্ছে। আমি খুশি যে আমি স্বাধীন সম্প্রদায় থেকে এসেছি এবং তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এর জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যে পোর্টফোলিও পাব, দায়িত্ব নিয়ে তার কাজ করব।” মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “মোদিজি তৃতীয়বার শপথ নিচ্ছেন, এটা দেশের সৌভাগ্য। বিকশিত ভারতের সংকল্প পূর্ণ হবে। দেশ বিশ্বগুরু হয়ে উঠবে।” মন্ত্রিসভার পদ পাওয়ার বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে দাবি করেছেন তিনি।