Tamilnadu News: তামিলনাড়ুতে ধাক্কা NDA জোটের, বিজেপির হাত ছাড়ল AIADMK

AIADMK: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড়ীয় আইকন সি.এন আন্নাদুরাই সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি কে. আন্নামালাইয়ের বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই দুই দলের মধ্যে বিরোধ শুরু হয়। তারপর এদিন বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগের কথা জানিয়ে এআইএডিএমকে-র ডেপুটি কো-অর্ডিনেটর কে.পি মুনুসামি।

Tamilnadu News: তামিলনাড়ুতে ধাক্কা NDA জোটের, বিজেপির হাত ছাড়ল AIADMK
বিজেপি ও এনডিএ-র সঙ্গ ত্যাগ করল এআইএডিএমকে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 6:25 PM

চেন্নাই: বিতর্কের সূত্রপাত দ্রাবিড়ীয় আইকন সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে। এবার বিজেপির সঙ্গ ত্যাগ করল দীর্ঘদিনের জোটসঙ্গী AIADMK। সোমবার তামিলনাড়ুতে এআইএডিএমকে-র সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে পুরনো সঙ্গীর সঙ্গে জোট-ত্যাগের কথা ঘোষণা করেন এআইএডিএমকে-র ডেপুটি কো-অর্ডিনেটর কে.পি মুনুসামি। এদিন দলীয় বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু বিজেপির সঙ্গ-ত্যাগ নয়, এনডিএ জোট থেকেও বেরিয়ে আসার ব্যাপারে প্রস্তাব পাশ হয়েছে বলেও জানান মুনুসামি।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড়ীয় আইকন সি.এন আন্নাদুরাই সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি কে. আন্নামালাইয়ের বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই দুই দলের মধ্যে বিরোধ শুরু হয়। তারপর এদিন বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগের কথা জানিয়ে এআইএডিএমকে-র ডেপুটি কো-অর্ডিনেটর কে.পি মুনুসামি বলেন, দলীয় বৈঠকে সর্ব্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। সেই মোতাবেক, আজ থেকেই বিজেপি এবং এনডিএ-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে AIADMK। এর কারণ হিসাবে মুনুসামি বলেন, গত একবছর ধরেই রাজ্যের বিজেপি নেতৃত্ব ক্রমাগত আমাদের প্রাক্তন নেতা, আমাদের জেনারেল সেক্রেটারি EPS এবং আমাদের কর্মীদের সম্পর্কে অপ্রয়োজনীয় মন্তব্য করে যাচ্ছেন।

দীর্ঘদিনের জোটসঙ্গীর সঙ্গে সম্পর্ক ছিন্নের পর বিষাদ নয়, উল্টে AIADMK-র কর্মীরা দলীয় অফিসের বাইরে বাজি ফাটিয়ে দলের এই সিদ্ধান্ত উদযাপন করেন।

প্রসঙ্গত, সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি। যার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। এই আবহে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড়ীয় আইকন সি.এন আন্নাদুরাই সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি কে. আন্নামালাই। আন্নাদুরাই ডিএমকে নেতা হলেও সমগ্র দ্রাবিড় সম্প্রদায়ের আইকন। তাই তাঁর সম্পর্কে বিতর্কিত মন্তব্য শুনতে নারাজ জয়ললিতার দলও। এছাড়া আসন্ন লোকসভা ভোটের আসন নিয়েও বিজেপির সঙ্গে AIADMK-র বিরোধ চলছিল বলে সূত্রের খবর। এছাড়া গত লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করেও পরাজিত হয়েছে এআইএডিএমকে। যার দায় গেরুয়া শিবিরের দিকেই ঠেলছিল দলের অনেকেই। এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করেই এদিন এআইএডিএমকে গেরুয়া-সঙ্গ ছাড়ার ঘোষণা করল বলে মনে করছে রাজনৈতিক মহল।