Adhir Chowdhury: প্রদেশ সভাপতিদের বৈঠকে ডাক পেলেন অধীরও, নতুন কোনও সমীকরণ এবার?

Adhir Chowdhury: রাহুলের সঙ্গে দেখা করার পরদিনই অধীর চৌধুরীকে ফোন করেছিলেন কেসি ভেনুগোপাল। সূত্রের খবর, ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দু'টি তারিখ নির্দিষ্ট করতে বলেন। জানান, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে বাংলায় একটি সভা করতে চান।

Adhir Chowdhury: প্রদেশ সভাপতিদের বৈঠকে ডাক পেলেন অধীরও, নতুন কোনও সমীকরণ এবার?
রাহুল গান্ধী ও অধীর চৌধুরী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 9:58 PM

নয়াদিল্লি: আগামিকাল মঙ্গলবার দেশের সব প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠক ডাকল এআইসিসি (AICC)। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে ডাক পেয়েছেন অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন অধীর। বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ অধীরকে দিয়েছিলেন রাহুল। এর পরদিনই অধীর কে ফোন করেছিলেন কেসি ভেনুগোপালও। বাংলায় সাংগঠনিক কাজ নিয়ে কথা হয় তাদের মধ্যে। তবে কি বাংলায় প্রদেশ কংগ্রেসে অধীরের উপরই ভরসা রাখছে হাই কমান্ড? তুঙ্গে জল্পনা।

রাহুলের সঙ্গে দেখা করার পরদিনই অধীর চৌধুরীকে ফোন করেছিলেন কেসি ভেনুগোপাল। সূত্রের খবর, ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দু’টি তারিখ নির্দিষ্ট করতে বলেন। জানান, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে বাংলায় একটি সভা করতে চান। সূত্রের খবর, এ নিয়ে প্রদেশ নেতৃত্বর সঙ্গে আলোচনাও করেছিলেন অধীর। কিন্তু পরে কেসি ভেনুগোপাল ফোন করে বলেন, বাংলায় সভা করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন সেই জায়গায় এখন সভা করবেন রাহুল।

লোকসভা ভোটের পর থেকেই অধীর চৌধুরীর সঙ্গে দিল্লি নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল। বিশেষ করে মল্লিকার্জুন খাড়্গের একটি বার্তা নিয়ে অধীরের পাল্টা প্রতিক্রিয়ায় জল ঘোলা শুরু হয়। এরইমধ্যে আবার দিল্লি থেকে খবর আসে প্রদেশ সভাপতির পদ ছেড়েছেন অধীর। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে অনেকেই। দলবদলের সম্ভাবনার জল্পনা শুরু হয় বহরমপুরের এক সময়ের ‘রবিনহুড’কে ঘিরে। তবে সেসব কাটিয়ে আপাতত অধীরকেই বাংলার মুখ করে এগোতে চাইছে এআইসিসি, অন্তত রাহুলের তাঁকে ফোন ও পরবর্তী গতিবিধি দেখে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)