Gyanvapi Mosque: মসজিদ কমিটির আবেদন খারিজ, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে পুজো চালানোর নির্দেশ হাইকোর্টের
Allahabad High Court: জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বারাণসী আদালতের রায় বহাল রাখল। অর্থাৎ জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে পুজো-পাঠ চলবে বলে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদ চত্বরে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ ফেব্রুয়ারি।

এলাহাবাদ: মসজিদ কমিটির আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বারাণসী আদালতের রায় বহাল রাখল। অর্থাৎ জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে পুজো-পাঠ চলবে বলে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট।
আদালত সূত্রে খবর, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে হিন্দুদের পুজো করার অনুমতি দিয়েছিল বারাণসী আদালত। জেলা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তাদের সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ। শুধু তাই নয়, মসজিদ চত্বরে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ ফেব্রুয়ারি। যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়ে দিল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।
প্রসঙ্গত, বুধবারই বারাণসী আদালতের তরফে জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্ট বা নীচের তলে ‘ব্যাস কা তেহখানা’য় হিন্দু পক্ষকে পুজো করার অনুমতি দেওয়া হয়। আদালতের সেই নির্দেশের পরই বিকেল সাড়ে ৫টায় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক। রাত সাড়ে ১০টা নাগাদ জ্ঞানব্যাপী মসজিদে পৌঁছন জেলাশাসক, পুলিশ কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক-সহ কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের তরফে গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। এরপর রাত ১টা নাগাদ মসজিদের নীচে ‘ব্যাস কা তেহখানা’য় প্রবেশ করেন তাঁরা। তারপর ওম প্রকাশ মিশ্র নামক এক পুরোহিতকে কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের তরফে গর্ভগৃহে পুজোর দায়িত্ব দেওয়া হয় এবং পুজো শুরু হয়। ৩১ বছর পর খুলল জ্ঞানব্যাপী মসজিদের নীচের তল।





