Maldives Tourism: খাঁ খাঁ করছে মলদ্বীপ, ভারতীয়রা মুখ ফেরাতেই দিনে ‘লস’ হচ্ছে সাড়ে ৮ কোটি!

Maldives-Lakshadweep Row: তবে এই লাক্ষাদ্বীপ বিচর্ক শুরু হওয়ার পর থেকেই মলদ্বীপে হু হু করে কমছে পর্যটকের সংখ্যা। ১৪ হাজারেরও বেশি বুকিং বাতিল হয়েছে। উল্টে আগ্রহ বাড়ছে লাক্ষাদ্বীপকে নিয়ে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ। ৩৪ গুণ বেড়েছে লাক্ষাদ্বীপের সার্চ। 

Maldives Tourism: খাঁ খাঁ করছে মলদ্বীপ, ভারতীয়রা মুখ ফেরাতেই দিনে 'লস' হচ্ছে সাড়ে ৮ কোটি!
ফাঁকা মলদ্বীপ।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 3:14 PM

মালে: প্রধানমন্ত্রী মোদীকে অপমান! সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে মলদ্বীপ বয়কটের (Boycott Maldives) ডাক। মলদ্বীপের বুকিং বাতিল করে দিচ্ছেন ভারতীয় পর্যটকরা। ট্রাভেল সংস্থাগুলিও বাতিল করে দিচ্ছে বিমান ও ট্যুর বুকিং। আর এতেই মাথায় হাত পড়েছে মলদ্বীপের। ভারতে বয়কট ট্রেন্ড শুরু হতেই দৈনিক কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে মলদ্বীপের। কেন জানেন?

পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। দেশের অর্থনীতির ৪০ শতাংশই আসে পর্যটন শিল্প থেকে। কিন্তু লাক্ষাদ্বীপ-মলদ্বীপ বিতর্ক শুরু হতেই ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মলদ্বীপে সবথেকে বেশি সংখ্যক পর্যটক ভারত থেকেই যায়। করোনাকালের আগে চিন থেকে বিপুল সংখ্য়ক পর্যটক গেলেও, ২০২১ সালের পর থেকে সবথেকে বেশি ভারতীয় পর্যটকরাই গিয়েছেন মলদ্বীপে।

তবে এই লাক্ষাদ্বীপ বিচর্ক শুরু হওয়ার পর থেকেই মলদ্বীপে হু হু করে কমছে পর্যটকের সংখ্যা। ১৪ হাজারেরও বেশি বুকিং বাতিল হয়েছে। উল্টে আগ্রহ বাড়ছে লাক্ষাদ্বীপকে নিয়ে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ। ৩৪ গুণ বেড়েছে লাক্ষাদ্বীপের সার্চ।

গত বছরের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ভারতীয় পর্যটকরা মলদ্বীপ ঘুরতে গিয়ে ৩৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ৩১৫২ কোটি টাকা খরচ করেছিল। কিন্তু এখন যেহেতু ভারতীয় পর্যটকরা মলদ্বীপে যাচ্ছেন না, তাতে প্রতিদিন ৮.৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে দ্বীপ রাষ্ট্রের।

সস্তা হচ্ছে মলদ্বীপ-

বিপাকে পড়তেই ভারতীয় পর্যটকদের ঘুরতে আসার অনুরোধ জানিয়েছে মলদ্বীপ। অনলাইন বুকিং সাইটগুলিতেও দেখা গিয়েছে, মলদ্বীপ ভ্রমণের খরচ ৪০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে পর্যটক টানতে। শুধু ট্রাভেল প্যাকেজই নয়, বিমানের খরচও কমিয়ে দেওয়া হয়েছে। আগে মলদ্বীপ যেতে একপিঠেই যেখানে খরচ হত ২০ হাজার টাকা, সেখানেই এখন বিমানের টিকিট ১২ থেকে ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। মেক মাই ট্রিপে তো দিল্লি থেকে মলদ্বীপের বিমানের টিকিট ৮২১৫ টাকায় দেওয়া হচ্ছে।