Shashi Tharoor On Congress President Election : ‘কোনও সিদ্ধান্ত নিইনি…,’ সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে জল্পনা সপ্তমে চড়ালেন শশী
Shashi Tharoor On Congress President Election : কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই জল্পনার মাঝেই তিনি জানিয়েছেন, এই বিষয়ে কোনও সিদ্ধান্ত তিনি নেননি।
তিরুবনন্তপুরম : আগামী মাসেই কংগ্রেসের সভাপতি নির্বাচন। গত সপ্তাহে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পর অবশেষে বহু প্রতীক্ষিত এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবার সেই নির্বাচনে সভাপতি পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে উঠেছে হাজার প্রশ্ন। গান্ধী পরিবারই সামনের সারিতে থাকবে নাকি গান্ধী পরিবারের বাইরে বেরিয়ে দল অন্য কোনও মুখকে প্রার্থী হিসেবে বেছে নিতে পারে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম প্রস্তাব করা হয়েছিল। আবার অনেকে রাহুল গান্ধীকেই সভাপতি পদে দেখতে চান বলে দাবি তুলেছেন। এর মাঝে কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে আরেকজনের নাম নিয়ে বেড়েছে জল্পনা। তিনি হলেন কংগ্রেসের তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। একটি মালায়ালম পত্রিকায় তাঁর লেখা নিবন্ধ থেকেই এই জল্পনার সূত্রপাত। যদিও এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলিভাবে কোনও মন্তব্য করতে চাননি। বরং সেই জল্পনা কয়েকগুণ বাড়িয়ে তাকে জিরিয়ে রেখেছেন। তবে এই বিষয়ে মঙ্গলবার তাঁর মন্তব্য জল্পনা চড়ল সপ্তমে।
সংবাদ সংস্থা পিটিআই-কে মঙ্গলবার কংগ্রেসের লোকসভার সাংসদ বলেছেন, ‘আশা করছি অনেকেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচন লড়া বা না লড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।’ তাঁর এই মন্তব্যে কংগ্রেসের সভাপতি পদে তাঁর নির্বাচনের সম্ভবনা নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল তা বাঁচিয়ে রাখলেন তিনি। তবে কংগ্রেস সাংসদ নিজে এইরূপ কোনও ঘোষণা করেননি। কিন্তু জল্পনা শুরু হয় একটি নিবন্ধ থেকে। কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিন ঘোষণার পরই মালয়ালম পত্রিকায় একটি নিবন্ধ লেখেন। যেখানে তিনি এই নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে লেখেন, এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া উচিত। তারপর থেকেই জল্পনা শুরু হয়। তিনি এই লেখার প্রতিটি বাক্য মেনে নিলেও তাঁর সভাপতি পদে নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এদিকে এই গুঞ্জনের মাঝেই কেরল কংগ্রেসের প্রধান কে সুধাকরণ জানিয়েছেন, তিনি শশী থারুরকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানান। কারণ কংগ্রেস একটি গণতান্ত্রিক দল। এর প্রত্যেক সদস্যের দলের শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। এদিকে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির পাশাপাশি শশী থারুরও ভোটার তালিকা প্রকাশ্যে আনার জন্য জোর দিয়েছেন। এতে আরও কিছুটা ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। গতকাল কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন, প্রার্থীরা মনোনয়ন জমা দিলেই ভোটার তালিকা পাবেন। তিনি বলেন, ‘আমি শুনেছি অনেক লোক প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তাঁদের স্বাগত জানাই। যদি ১৭ অক্টোবর নির্বাচন হয়, আমাদের কংগ্রেস নেতারা সেই সময়ে আমাদের ভারত জোড়ো যাত্রার অংশ হিসাবে কর্নাটকে থাকবেন। তাঁরা বেঙ্গালুরুতে ভোট দেবেন।’