Amit Shah: ত্রিপুরায় সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটিয়ে উন্নয়ন এনেছে বিজেপি: অমিত শাহ
Amit Shah: নির্বাচনমুখী ত্রিপুরায় এ দিন বিজেপির রথযাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এ দিন বলেন, "ত্রিপুরায় সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটিয়ে উন্নয়ন এনেছে বিজেপি"।
আগরতলা: এ বছরই বিধানসভা নির্বাচন (Assembly Election) ত্রিপুরায় (Tripura)। সেই লক্ষ্যে এখন থেকেই ময়দান কোমর বেঁধে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। উত্তর পূর্বের এই রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ গেরুয়া শিবির। সেই লক্ষ্য পূরণেই পূর্ব পরিকল্পনা মতো বৃহস্পতিবার ত্রিপুরায় বিজেপির ‘জন বিশ্বাস যাত্রার’ সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন উত্তর ত্রিপুরার ধামনগর ও দক্ষিণ ত্রিপুরার সাবরুম জেলা থেকে বিজেপির যাত্রার সূচনা করা হয়। তিনি এদিন এই যাত্রার সূচনা করে বলেন, বিজেপি ত্রিপুরায় উন্নয়ন ও জনকল্যাণের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এ দিন বক্তৃতা রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিতভাবে বলেছেন, বিজেপি শাসিত সরকার ত্রিপুরা সন্ত্রাসবাদকে মুছে ফেলেছে এবং রাজ্যে সামগ্রিক উন্নয়ন নিয়ে এসেছে। তিনি জনসভা থেকে বলেছেন, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি যে ভালবাসা ও বিশ্বাস দেখিয়েছেন তার থেকে পরিষ্কার যে বিজেপিই আবার ত্রিপুরায় ক্ষমতায় আসছে। তিনি বলেছেন, “আমরা NLFT (ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা) এর সঙ্গে শান্তি আলোচনার মাধ্যমে সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছি এবং রাজ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্রাসকে পুনর্বাসিত করেছি।”
তিনি এ দিন আরও বলেছেন, “ত্রিপুরা একসময় মাদক পাচার, সহিংসতা ও ব্যাপক দেশবিরোধী কার্যকলাপের জন্য পরিচিত ছিল। এখন তা উন্নয়ন, উন্নত পরিকাঠামো, খেলাধূলোয় সাফল্য, ক্রমবর্ধমান বিনিয়োগ ও জৈব কৃষি কার্যক্রমের জন্য পরিচিত।” তিনি বলেছেন, “ত্রিপুরায় কমিউনিস্টদের কুশাসন থেকে মুক্তির জন্য পাঁচ বছর আগে বিজেপি ‘চলো পাল্টাই’র যে ডাক দিয়েছিল ত্রিপুরার জনগণ তাকে সার্থক রূপ দিয়েছে।” তিনি ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের প্রসঙ্গ তুলে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন,”কয়েক দশক ত্রিপুরায় কমিউনিস্টরা শাসন করেছে কিন্তু সমস্যার সমাধান করেনি। আগে ত্রিপুরার জনগণের কোন সমস্যা হলে কমিউনিস্টদের ক্যাডারদের কাছেই যেতে হতো, কিন্তু বিজেপি ত্রিপুরার সেই ক্যাডাররাজকে ধ্বংস করে সুশাসন প্রতিষ্ঠা করেছে।” তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে এ দিন বলেন, “প্রধানমন্ত্রী জির নেতৃত্বে বিজেপি সরকার ত্রিপুরায় অন্ধকারের স্থানে অধিকার, বিনাশের স্থানে বিকাশ, বিবাদের স্থানে বিশ্বাস, কুশাসনের স্থানে সুশাসন এবং দ্বিধার স্থানে সুবিধা প্রদানের কাজ করেছে।”
তিনি এদিন ধামনগরের পাশাপাশি সাবরুমেও ‘জন বিশ্বাস যাত্রা’-র সূচনা করেছেন শাহ। সাবরুমে জনসভা থেকে তিনি বলেছেন, “ত্রিপুরার জনগণ বিজেপির উপর ভরসা করে একক সংখ্যাগরিষ্ঠের সরকার প্রতিষ্ঠা করেছে আর বিজেপি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছেছে। আজ এই উন্নয়নের জন্যই ৮ দিনে ১০০০ কিমি পথ অতিক্রম করে জনগণের পরামর্শ নিতে যাবে। সাবরুমে ‘জন বিশ্বাস যাত্রা’র শুভারম্ভ হল।” তিনি এদিনের প্রত্যয়ের সঙ্গে বলেছেন, ” বিজেপির প্রতি জনগণের বিশ্বাসই প্রমাণ করে যে এবার বিজেপি ত্রিপুরায় আগের থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে।” তিনি বলেছেন, “প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও ত্রিপুরায় কমিউনিস্টদের হিংসার কারণে পর্যটন শিল্প বৃদ্ধি পায়নি। বিজেপি সরকার পাঁচ বছরের মধ্যে পর্যটন শিল্পের পরিকাঠামো এমন ভাবে গড়ে তুলেছে যে আগের থেকে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে।” তাঁর আরও সংযোজন, “মোদীজির বলিষ্ঠ নেতৃত্বের কারণে, NLFT-এর লোকেরা তাদের অস্ত্র ফেলে মূল স্রোতে ফিরে এসেছে, অর্থনীতি থেকে মাদকের ছায়া মুছে গেছে, ব্রু সম্প্রদায়ের লোকেরা শান্তিতে বসবাস করছে এবং উন্নয়নের একটি নতুন যুগের সূচনা হয়েছে।”