Amitabh Bachcan-PM Modi: কৈলাসে যেতে পারবেন না বলে আক্ষেপ প্রকাশ অমিতাভের, শাহেনশাকে বিশেষ অনুরোধ মোদীর

Big-B: 'মাস্ট ভিজিট' স্থানে যেতে পারবেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। যদিও কেন তিনি যেতে পারবেন না তা স্পষ্ট করেননি বিগ-বি। তবে এটা নিয়ে আক্ষেপ প্রকাশ না করে শাহেনশাকে অন্য দুটি বিশেষ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Amitabh Bachcan-PM Modi: কৈলাসে যেতে পারবেন না বলে আক্ষেপ প্রকাশ অমিতাভের, শাহেনশাকে বিশেষ অনুরোধ মোদীর
অমিতাভ বচ্চন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 6:19 PM

নয়া দিল্লি: দিন কয়েক আগেই উত্তরাখণ্ডের পার্বতী কুণ্ডে গিয়ে পুজো দিয়ে, আদি কৈলাসের কাছে প্রার্থনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তারপর পর্যটকদের কাছে এই দুটি স্থান ‘মাস্ট ভিজিট’ করার পরামর্শ দিয়ে টুইট করেছিলেন তিনি। কিন্তু, এই ‘মাস্ট ভিজিট’ স্থানে যেতে পারবেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। এটা নিয়ে আক্ষেপ প্রকাশ না করে শাহেনশাকে (Amitabh Bachchan) অন্য দুটি বিশেষ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে কী লিখেছেন বিগ-বি?

শনিবার নিজের X হ্যান্ডেলে বিগ-বি লিখেছিলেন, “T 4799 (সংখ্যাতত্ত্বের বিচারে যার অর্থ, প্রতিভাশালী ও উপলব্ধিমূলক)- ধর্মভাব … রহস্য. ..কৈলাস পর্বতের দেবত্ব, দীর্ঘদিন ধরে আমার কৌতূহল বাড়িয়েছে। কিন্তু, ট্রাজেডি হল যে আমি কখনও ব্যক্তিগতভাবে সেখানে যেতে পারব না।” যদিও কেন তিনি যেতে পারবেন না তা স্পষ্ট করেননি বিগ-বি। যা নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন। শাহেনশার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

যদিও নেটিজেনদের উদ্বেগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অমিতাভ বচ্চন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহেনশাকে ‘রান উৎসবে’ যাওয়ার পরামর্শ দেন। অমিতাভ বচ্চনের টুইটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা বলেন, “আগামী সপ্তাহেই রান উৎসব শুরু হচ্ছে। আমি আপনাকে আবেদন করব, আপনি কচ্ছে যান। ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখাও আপনার বাকি রয়েছে।”

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ড সফরে গিয়ে পার্বতী কুণ্ডে গিয়ে পুজো দেন। তারপর দেবাদিদেব শিবের আবাসস্থল হিসাবে পরিচিত, আদি কৈলাস শিখরের দিকে তাকিয়ে প্রার্থনাও করেন তিনি। পরে সেই পার্বতী কুণ্ড ও আদি কৈলাসের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরে প্রধানমন্ত্রীর সেই প্রার্থনার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।