ACB Raid: ১০০-রও বেশি দামি মদ, ১৫ কেজি সোনা-রুপো! আমলার বাড়ির টাকার পাহাড় গুনতে রাত কাবার গোয়েন্দাদের
ACB Raid: ওই আধিকারিকের স্ত্রীর নামেও চারতলা একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে ১০০টিরও বেশি দামি মদের বোতল, বিভিন্ন পশুর সিং উদ্ধার করা হয়েছে। ওই আধিকারিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছে।
জয়পুর: সূত্রের খবর ছিল, সরকারি বেতন বাদেও অতিরিক্ত টাকা ঢুকছে আমলার পকেটে। সেই সূত্র ধরেই তদন্ত করতে নেমে মাথায় হাত। উদ্ধার হল টাকার পাহাড়! লাখ লাখ নয়, কোটি কোটি টাকার বান্ডিল বাড়ি জুড়ে। আধিকারিকদের সারা দিন কেটে গেল সেই টাকা গুনতে।
শনিবার রাজস্থানের উদয়পুরে অভিযান চালিয়েছিল অ্যান্টি কোরাপশন ব্যুরো। শহরের ক্রেতা সুরক্ষা অফিসারের বাড়িতেই হানা দেয় এসিবি। অভিযোগ ছিল, আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে ওই আধিকারিকের কাছে। বাড়িতে তল্লাশি চালাতেই কোটি কোটি টাকা উদ্ধার হয়।
জানা গিয়েছে, উদয়পুর ও ভিলওয়াড়ার চার জায়গায় অভিযান চালায় এসিবি। সবকটি সম্পত্তিই ক্রেতা সুরক্ষা আধিকারিক জয়মাল সিংয়ের। আয়ের হিসাব দেখাতে না পারায়, বাজেয়াপ্ত করা হয় একের পর এক সম্পত্তি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে উদয়পুরে একটি বাড়ি, একটি দামি হোটেল, মাচিন্দে পাঁচটি জমি, শিসারমায় আড়াই বিঘা কৃষিজমি রয়েছে। চারটি লাক্সারি গাড়ি, দুই কেজি সোনার গহনা, ১৩ কেজির রুপোর গহনা উদ্ধার হয়। এছাড়াও নগদ ৩ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়েছে।
ওই আধিকারিকের স্ত্রীর নামেও চারতলা একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে ১০০টিরও বেশি দামি মদের বোতল, বিভিন্ন পশুর সিং উদ্ধার করা হয়েছে। ওই আধিকারিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছে।