Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubtrata Mondal: বাংলায় ফিরতে চান অনুব্রত! দিল্লির আদালতে হল নতুন মামলা

Anubtrata Mondal: আদালতের নির্দেশে তিহাড় জেলে যেতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। আপাতত সেখানেই রয়েছেন। গরু পাচার মামলার অন্য অভিযুক্ত সায়গল হোসেনও বর্তমানে রয়েছেন ওই জেলেই।

Anubtrata Mondal: বাংলায় ফিরতে চান অনুব্রত! দিল্লির আদালতে হল নতুন মামলা
অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 3:00 PM

নয়া দিল্লি: দিল্লি যাওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই আপত্তি ছিল অনুব্রত মণ্ডলের। আদালতে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একমাসের বেশি সময় কাটিয়ে ফেলেছেন দিল্লির তিহাড় জেলে। এবার সেই তিহাড় থেকে মুক্তি পেতে তৎপর হলেন গরু পাচার মামলার অন্যতম এই অভিযুক্ত। তিনি চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধীনে থাকা সব মামলা দিল্লি থেকে বাংলায় স্থানান্তরিত করা হোক। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ওঠে সেই মামলা। আসানসোল আদালতে মামলা স্থানান্তরিত করার আবেদন জানানো হয়েছে। এই মামলার শুনানি হবে আগামী শনিবার দুপুর ২ টোয়। রাউস আদালতের বিচারপতি রঘুবীর সিং -এর বেঞ্চে হবে সেই মামলার শুনানি।

সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন আসানসোল জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। পরে গত মার্চ মাসে ইডি জেরা করার জন্য অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায়। প্রথমে ইডি হেফাজতে থাকার পর আদালতের নির্দেশে তিহাড় জেলে যেতে হয় তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন। তিনি। গরু পাচার মামলার অন্য অভিযুক্ত সায়গল হোসেনও বর্তমানে রয়েছেন ওই জেলে। তবে সেখানে যে তিনি আর থাকতে চান না, সেটা স্পষ্ট। সে কারণেই মামলা স্থানান্তরিত করার আবেদন জানানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালেই সিবিআই-এর একটি মামলায় অনুব্রতকে ভার্চুয়ালি আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। সেখানেও আসানসোলে ফেরার অনুরোধ জানান তিনি। তিহাড় জেল থেকেই অনুব্রত বলেন, ‘স্যার আমাকে আসানসোল জেলে ফেরত চেয়ে নিন।’  উত্তরে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, ‘ওটা হাইকোর্টের বিষয়। আমার হাতে নেই।’

উল্লেখ্য, বুধবারই গরু পাচার মামলায় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি-র সদর দফতরেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।