Great Khali: গ্রেট খালির সঙ্গে বচসায় জড়ালেন টোলপ্লাজার কর্মী! ভাইরাল হল খালির ‘অ্যাকশন’

Ludhiana: পঞ্জাবের জালন্ধর থেকে হরিয়ানার কার্নাল যাচ্ছিলেন গ্রেট খালি। সে সময় লুধিয়ানার কাছে লাধোয়াল টোলপ্লাজায় তাঁর পথ আটকায় টোলপ্লাজার কর্মীরা।

Great Khali: গ্রেট খালির সঙ্গে বচসায় জড়ালেন টোলপ্লাজার কর্মী! ভাইরাল হল খালির ‘অ্যাকশন’
টোলপ্লাজায় বচসায় জড়ালেন খালি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 1:39 PM

লুধিয়ানা: টোলপ্লাজায় বিতর্কে জড়ালেন ডব্লিউডব্লিউই তারকা গ্রেট খালি। দালির সিংহ রানা, যিনি গ্রেট খালি হিসাবে খ্যাত, তাঁর বিরুদ্ধে টোলপ্লাজা কর্মীকে চড় মারার অভিযোগ উঠল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন খালি। উল্টে টোলপ্লাজার কর্মীরা ছবি তোলা নিয়ে তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ খালির। বুধবার এ নিয়ে লুধিয়ানার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন খালি। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

খালির সঙ্গে টোলপ্লাজা কর্মীদের বচসার সূত্রপাত মঙ্গলবার। পঞ্জাবের জালন্ধর থেকে হরিয়ানার কার্নাল যাচ্ছিলেন গ্রেট খালি। সে সময় লুধিয়ানার কাছে লাধোয়াল টোলপ্লাজায় তাঁর পথ আটকায় টোলপ্লাজার কর্মীরা। খালির অভিযোগ, টোলপ্লাজার কর্মীরা তাঁকে ব্ল্য়াকমেল করছিলেন। ছবি তোলার জন্য হেনস্থা করছিলেন তাঁকে। খালির গাড়ি আটকে ভিডিয়ো করছিলেন টোলপ্লাজার কর্মীরা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, টোলপ্লাজার কর্মীদের সঙ্গে খালির বচসা। ভিডিয়োয় শোনা যাচ্ছে, খালির থেকে আইডি কার্ড চাইছিলেন টোলপ্লাজার কর্মীরা। এর পরই খালিকে বলেতে শোনা গিয়েছে, “আপনারা কেন আমায় ব্ল্য়াকমেল করছেন?” এর পরই ওই টোলপ্লাজা কর্মী বলেন, “আমরা আপনাকে ব্ল্যাকমেল করিনি। আপনি কেন আমায় চড় মারলেন?” যদিও খালি চড় মারছেন এ রকম দৃশ্য দেখা যায়নি ভিডিয়োয়। পাশাপাশি খালি যাতে যেতে না পারেন সে জন্য তাঁর গাড়ির সামনেও ব্যারিকেড দিয়ে রেখেছিলেন টোলপ্লাজার কর্মীরা। এর পরই এক পুলিশকর্মীকে ওই বিষয়ে হস্তক্ষেপ করতে দেখা যায়।

এই ঘটনার পর ইনস্টাগ্রামে ভিডিয়ো করে গোটা ঘটনার কথা তুলে ধরে খালি। সেই ভিডিয়োয় খালির অভিযোগ করেন, সেলফির আবদার না মানায় কী ভাবে টোল প্লাজার কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পাশাপাশি ওই কর্মীদের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগও এনেছেন এই রেসলার।

এর পর মঙ্গলবার হরিয়ানার পুলিশ কমিশনারের অফিসে যান খালি। সেখানে টোলপ্লাজার ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।