Droupadi Murmu: ‘ভারতের অশুভ মতাদর্শকে প্রতিনিধিত্ব করেন দ্রৌপদী মুর্মু’, কংগ্রেস নেতার মন্তব্যে জোর বিতর্ক
Draupadi Murmu: মঙ্গলবার কংগ্রেস নেতা অজয় কুমারের মন্তব্যে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। তিনি জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মু কোনওভাবে আদিবাসী সমাজের প্রতীক নয়।
নয়া দিল্লি: সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় বিজেপি নেতৃত্বধীন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস নেতা অজয় কুমারের ‘অশুভ মতাদর্শের প্রতিনিধি’ মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির দাবি, এই মন্তব্যের জন্য শতাব্দী প্রাচীন এই দলের গোটা আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বুধবার জানিয়েছেন, তৃণমূল স্তর থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মুর প্রতি এই কুমারের এই মন্তব্য ‘অপমানজনক’। পুণাওয়ালা বলেন, “কেউ যদি পরিস্থিতি মোকাবিলা করে তৃণমূল স্তর থেকে উঠে আসতে পারেন, তবে তাঁর মতাদর্শ কীভাবে অশুভ হতে পারে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই, তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে সেরা বিধায়কের পুরষ্কার পেয়েছেন। এরমধ্যে ভুলের কী আছে? এটা আদিবাসী সম্প্রদায়ের অপমান এবং কংগ্রেসের উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া।”
At a time when the NDA, led by PM Modi, has announced Smt Draupadi Murmu, a woman from Adivasi samaj, as it’s nominee for the President’s office, a move that will significantly empower the Tribals, Congress leader calls her evil by association! Just because she is a Tribal. Shame pic.twitter.com/qmNAiYYpC3
— Amit Malviya (@amitmalviya) July 13, 2022
यह शर्म की बात है कि बीजेपी आईटी सेल मुझे बदनाम करने के लिए एक मनगढ़ंत वीडियो फैला रहा है। मुझे परवाह नहीं है कि ये ट्रोलर्स क्या बोलते हैं या क्या फैलाते हैं, मैं चाहता हूँ कि बीजेपी हमारे दलित भाइयों और बहनों को जवाब दे कि उन्होंने दलित लोगों के लिए क्या किया है। pic.twitter.com/7cAfvs7jZw
— Dr. Ajoy Kumar (@drajoykumar) July 13, 2022
মঙ্গলবার কংগ্রেস নেতা অজয় কুমারের মন্তব্যে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। তিনি জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মু কোনওভাবে আদিবাসী সমাজের প্রতীক নয়। “দ্রৌপদী মুর্মর বিষয় এটা নয়, যশবন্ত সিনহাও একজন ভাল প্রার্থী। দ্রৌপদীও মার্জিত ব্যক্তি, তবে তিনি ভারতে অশুভ মতাদর্শের প্রতিনিধিত্ব করেন। কোনওভাবেই তাঁকে আদিবাসী সমাদের প্রতীক বানানো উচিত নয়। রামনাথ কোবিন্দও আমাদের রাষ্ট্রপতি, কিন্তু হাথরসে যখন ঘটনা ঘটেছিল, তখন কী তিনি একটিও কথা বলেছিলেন? তপশিলি জাতির অবস্থা আরও খারাপ হয়েছে।” বলেন অজয় কুমার।
টুইটারে অজয় কুমারের ভিডিয়ো শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। ‘মোদী নেতৃত্বাধীন এনডিএ যখন আদিবাসী সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছেন তখন বুঝতে হবে যে আমরা আদিবাসী সমাজের ক্ষমতায়নে বিশ্বাসী। কংগ্রেস নেতারা তাঁকে অশুভ বলছেন। লজ্জা হওয়া উচিত’। অন্যদিকে, দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কে আসা কংগ্রেস নেতা অজয় কুমার বলেন, “বিজেপি আমার বদনাম করার জন্য এই জাতীয় ভিডিয়ো শেয়ার করেছেন। এই জাতীয় ট্রোলাররা সোশ্যাল মিডিয়াতে যা শেয়ার করছে করুক, আমি পরোয়া করি না। আমি চাই বিজেপি দলিত ভাই-বোনদের জবাব দিক যে তাদের জন্য তারা কী কী করেছে।” প্রসঙ্গত, আগামী মাসের ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয় সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের শীর্ষ সাংবিধানিক পদে নির্বাচন নিয়ে একের পর এক রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে।