Manipur Violence: মণিপুরে পরিস্থিতি সামাল দিতে নামানো হল সেনা-অসম রাইফেলস, সেনা ক্যাম্পে ঠাঁই ৪ হাজার বাসিন্দার

Army in Manipur: পরিস্থিতি সামাল দিতে এ দিন সকাল থেকেই মণিপুরের আটটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না আসা অবধি কার্ফু জারি করা থাকবে বলে জানানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। আগামী পাঁচদিন গোটা রাজ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

Manipur Violence: মণিপুরে পরিস্থিতি সামাল দিতে নামানো হল সেনা-অসম রাইফেলস, সেনা ক্যাম্পে ঠাঁই ৪ হাজার বাসিন্দার
মণিপুরে মিছিল ঘিরে অশান্তি।
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 6:09 AM

ইম্ফল: অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে (Manipur)। বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুরের তরফে আদিবাসী ঐক্য মিছিল ডাকা হয়েছিল। এই মিছিল ঘিরেই দফায় দফায় সংঘর্ষ হয় চুরাচন্দ্রপুর সহ একাধিক জেলায়। অশান্তি রুখতে মণিপুরের আট জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা (Section 144)। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও (Internet Service)। আগামী পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বুধবার রাতেই মণিপুরে সেনা (Army) নামানো হয়। অসম রাইফেলসের (Assam Rifles) বাহিনীও নামানো হয়েছে। উত্তপ্ত জেলাগুলিতে সেনা ও অসম রাইফেলস ফ্ল্য়াগ মার্চ করছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গ্রামবাসীদের জন্য সেনাবাহিনী ও অসম রাইফেলসের শিবিরেই অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

মেইতি জাতিকে জনজাতি সম্প্রদায়ের অংশ করার সিদ্ধান্তের পরই মণিপুরের আদিবাসীরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে নামে। বুধবারও আদিবাসী ঐক্য প্রদর্শনেই মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই মিছিল ঘিরেই অশান্তি ছড়ায়। চুরাচন্দ্রপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। মিছিলের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। বেশ কিছু দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, নাগা অধ্যুষিত সেনাপতি শহরেও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা অবধি মিছিলে যাতে সবাই যোগ দেন, তার জন্য জোর করে বাজারপাট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

পরিস্থিতি সামাল দিতে এ দিন সকাল থেকেই মণিপুরের আটটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না আসা অবধি কার্ফু জারি করা থাকবে বলে জানানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। আগামী পাঁচদিন গোটা রাজ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। আজ সকালে তুলনামূলকভাবে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, অশান্তি রুখতে ও গ্রামবাসীদের সুরক্ষার কথা ভেবে প্রায় ৪ হাজার গ্রামবাসীকে সেনা ও অসম রাইফেলসের অপারেটিং বেসে ও রাজ্য় সরকারের বিভিন্ন অফিসে আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনা বাহিনী ফ্ল্য়াগ মার্চও করে। সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, যে যে অঞ্চলগুলিতে অশান্তি হয়েছে, সেখান থেকে এখনও অবধি ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার করে আনা হয়েছে। আরও গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে।