Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Varun Singh Funeral: মেয়ের কান্নাভেজা ডাকেও উঠল না বাবা! রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন বরুণ সিংয়ের

Varun Singh Funeral: বৃহস্পতিবার বিকেলেই বিশেষ বিমানে করে ভোপালে বরুণ সিংয়ের দেহ আনা হয়েছিল। আজ সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বইরাগড় শশ্মানঘাটে এসেছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

Varun Singh Funeral: মেয়ের কান্নাভেজা ডাকেও উঠল না বাবা! রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন বরুণ সিংয়ের
বরুণ সিংকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির পরিবারের সদস্যরা। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 2:19 PM

ভোপাল: বাঁচার ইচ্ছা ছিল অদম্য, কিন্তু এক সপ্তাহের লড়াইয়েরই ইতি পড়েছে বুধবার। তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র রক্ষা পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Varun Singh)। তবে এক সপ্তাহ লড়াই চলার পর গত ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুর কম্য়ান্ড হাসপাতালে (Comnand Hpspital) মৃত্যু হয় তাঁর। শুক্রবার রাষ্ট্রীয় সম্মানে  শেষকৃ্ত্য সম্পন্ন করা হয় বরুণ সিংয়ের।

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ু(Tamil Nadu)-র কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত(Bipin Rawat)-র হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত ও ১২ জন সেনা আধিকারিক। দুর্ঘটনায় ১৩ জনেরই মৃত্যু হলেও একমাত্র রক্ষা পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।

আহত অবস্থায় বরুণ সিংকে প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল যে, গ্রুপ ক্য়াপ্টেন বরুণ সিংয়ের দেহের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। দুদিন পরে বায়ুসেনার তরফে বরুণ সিংকে ওয়েলিংটন থেকে স্থানান্তরিত করে আনা হয় বেঙ্গালুরুর কম্য়ান্ড হাসপাতালে। সেখানেই শেষের কয়েকদিন আপ্রাণ লড়াই চালালেও বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেলেই বিশেষ বিমানে করে ভোপালে বরুণ সিংয়ের দেহ আনা হয়েছিল। আজ সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বইরাগড় শশ্মানঘাটে এসেছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহানও।  মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তরফে “সম্মাননিধি” হিসাবে মৃত গ্রুপ ক্যাপ্টেনের পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে।