IT Sector: এক বছরেই কাজ হারিয়েছেন ৬০ হাজার কর্মী! তথ্য প্রযুক্তি ক্ষেত্রের এমন হাল কেন?
IT Sector Jobs: দেশের ১২০টিরও বেশি নিয়োগকারী সংস্থার মিলিত মঞ্চ ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া জানাচ্ছেন, শুধুমাত্র যে এ দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ কমে গিয়েছে তাই নয়। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগে যে ভাটা পড়েছে, এই পরিসংখ্যান তারই প্রতিফলন বলে মনে করছেন তিনি।
নয়া দিল্লি: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন গত বছরে। পরিসংখ্যান বলছে, মার্চ মাসে অর্থবর্ষ শেষ হওয়ার পর দেখা গিয়েছে, গত অর্থবর্ষে প্রায় ৬০ হাজার তথ্যপ্রযুক্তি কর্মী কাজ হারিয়েছেন। এই পরিসংখ্যান অবশ্য শুধুই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির বাইরে থেকে নেওয়া চুক্তিভিত্তিক কর্মী। পরিসংখ্যান বলছে, গতবছরের তুলনায় ৭.৭ শতাংশ কমেছে এই ধরনের ফ্লেক্সি নিয়োগ। দেশের ১২০টিরও বেশি নিয়োগকারী সংস্থার মিলিত মঞ্চ ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া জানাচ্ছেন, শুধুমাত্র যে এ দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ কমে গিয়েছে তাই নয়। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগে যে ভাটা পড়েছে, এই পরিসংখ্যান তারই প্রতিফলন বলে মনে করছেন তিনি। যদিও ম্যানুফ্যাকচারিং, লজিস্টিকস ও রিটেল সেক্টরে উপভোক্তাদের চাহিদার কারণে চাকরির বাজারে ততটা প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন লোহিত ভাটিয়া।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে কাজ করার যে চল শুরু হয়েছিল, তা এখন অনেকটাই বদলে গিয়েছে। কর্মীরা আবার অফিসে যেতে শুরু করেছেন। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপিয়ান ক্লায়েন্টদের ব্যয়ের উপরেও প্রভাব পড়েছে। সেই সবই কোনও না কোনওভাবে এই চুক্তিভিত্তিক কর্মীদের কাজ হারানোর অন্যতম কারণ হিসেবে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি জে পি মরগানের একটি রিপোর্টে বলা হয়েছিল, প্যানডেমিকের সময়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র যে উল্কাগতির উত্থান দেখেছিল, তা অনেকটাই ধাক্কা খেতে পারে। এর কারণ হিসেবে মূলত মুদ্রাস্ফীতি, সাপ্লাই চেনের উপর প্রভাব এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথাই উল্লেখ করা হয়েছিল ওই রিপোর্টে।
লোহিত ভাটিয়া জানাচ্ছেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে মার্চের ত্রৈমাসিকে ৬ শতাংশ কমেছে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা। তাঁর মতে, থার্ড পার্টির থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সংখ্যায় এই ভাটা আগামী আরও বেশ কয়েকটি ত্রৈমাসিকে লক্ষ্য করা যেতে পারে। ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের তরফে আরও জানানো হয়েছে, এই পরিস্থিতি শুধুমাত্র তথ্য প্রযুক্তি ক্ষেত্রেই নয়, বাকি ক্ষেত্রগুলিতেও তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের শেষে মার্চ মাসের হিসেব অনুযায়ী, গত অর্থবর্ষে মোট আউটসোর্সিং কর্মীর সংখ্যা ছিল ১ লাখ ৭৭ হাজার। যা আগের অর্থবর্ষের তুলনায় অনেকটাই কম। ২০২১-২২ অর্থবর্ষে এই পরিসংখ্যান ছিল ২ লাখ ৩০ হাজার।