Himanta Biswa Sharma on Uniform Civil Code : ‘কোনও মুসলিম মহিলাই চান না তাঁর স্বামী…,’ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল হিমন্তের
Uniform Civil Code : অভিন্ন দেওয়ানি কার্যকর করার বিষয়ে ভারতীয় জনতা পার্টি অতীতেও বহুবার সরব হয়েছে। এর আগে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সরকার জানিয়েছে যে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করার পথে হাঁটবেন। শনিবার দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী এই আইনের পক্ষে সওয়াল করেন।
নয়া দিল্লি : অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের (Uniform Civil Code) পক্ষে সওয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হিমন্ত বিশ্ব শর্মা ( Himanta Biswa Sharma)। তিনি এদিন বলেছেন যে, যদি মুসলিম মহিলাদেরকে যোগ্য বিচার দিতে হয় তাহলে অভিন্ন দেওয়ানি আইন নিয়ে আসা উচিত। সংবাদ সংস্থা এএনআই কে তিনি জানিয়েছেন যে, প্রত্যেক মুসলিম মহিলা চান এই আইন কার্যকর হোক। শনিবার দিল্লিতে তিনি বলেছেন, “যেকোনও মুসলিম মহিলাকের জিজ্ঞাসা করুন। ইউসিসি আমার কোনও বিষয় নয়, এটি মুসলিম মহিলাদের বিষয়। কোনও মুসলিম মহিলাই চান না যে তাঁদের স্বামী বাড়িতে তিনটি বউ নিয়ে আসুক।”
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি কার্যকর করার বিষয়ে ভারতীয় জনতা পার্টি অতীতেও বহুবার সরব হয়েছে। সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন যে, তাঁর সরকার এই আইন কার্যকর করার জন্য প্রস্তত। উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এই আইন কার্যকর করার কথা ঘোষণা করেন। তিনি এই আইনের খসড়া তৈরি করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবেন বলেও জানিয়েছিলেন। এদিকে উত্তর প্রদেশের মুসলিম মন্ত্রী দানিশ আজ়াদ আনসারি বলেছিলেন যে রাজ্য়ে চৌপল গঠন করা হবে। তার মাধ্যমেই জনগণের কাছে এই আইনের ভাল দিক তুলে ধরা হবে।
Everybody wants UCC. No Muslim woman wants her husband to bring home 3 other wives. Ask any Muslim woman. UCC is not my issue, it is an issue for all Muslim women. If they are to be given justice, after the scrapping of Triple Talaq, UCC will have to be brought: Assam CM HB Sarma pic.twitter.com/vsR5PJdolm
— ANI (@ANI) April 30, 2022
কী এই অভিন্ন দেওয়ানি আইন (Uniform Civil Code) ?
অভিন্ন দেওয়ানি আইন হল মূলত দেশের সকল নাগরিকের জন্য এক আইন। দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে। অর্থাৎ, উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং দত্তকের ক্ষেত্রে দেশের সকল নাগরিককে এক আইনই মেনে চলতে হবে। ভারতীয় সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে এই সম্পর্কে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন : School Student Beaten Up : স্কুলে খাতা, পেন্সিল আনতে ভুলে গিয়েছিল ছোট্ট মেয়েটি, মেরে কালশিটে ফেলে দিল শিক্ষক