Illicit Liquor: মদে ইন্ডাস্ট্রিয়াল মিথানল মিশিয়ে বিক্রি! খেয়ে মৃত্যু কমপক্ষে ১১ জনের, ভর্তি আরও ৩০

Tamil Nadu: মূলত দুই জেলা থেকেই বিষমদে মৃত্যুর খবর মিলছে। ভিল্লুপুরম ও চেঙ্গালাপাট্টু জেলায় বিষমদ খেয়ে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃত ১১ জনের মধ্যে ৭ জন ভিল্লুপুরম ও ৪ জন চেঙ্গালাপাট্টুর বাসিন্দা। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জনের বেশি।

Illicit Liquor: মদে ইন্ডাস্ট্রিয়াল মিথানল মিশিয়ে বিক্রি! খেয়ে মৃত্যু কমপক্ষে ১১ জনের, ভর্তি আরও ৩০
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 9:37 AM

চেন্নাই: বিহারের ছায়া এবার তামিলনাড়ুতে (Tamil Nadu)। মদ (Illicit Liquor) খেয়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জনেরও বেশি। অভিযোগ, নকল মদ বা বিষমদ বিক্রি করা হয়েছিল। ওই বিষমদ খেয়েই মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম ও চেঙ্গালপাট্টু জেলায়। পুলিশের তরফে ইতিমধ্যেই দুইজনকে মূল অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীরও জড়িত থাকার অভিযোগ।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার থেকেই মদ খেয়ে বহু মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর মেলে। এরপর জানা যায়, শনি ও রবিবার মিলিয়ে তামিলনাড়ুতে বিষমদ খেয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জনেরও বেশি সংখ্যক মানুষ।

পুলিশের তরফে জানানো হয়েছে, মূলত দুই জেলা থেকেই বিষমদে মৃত্যুর খবর মিলছে। ভিল্লুপুরম ও চেঙ্গালাপাট্টু জেলায় বিষমদ খেয়ে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃত ১১ জনের মধ্যে ৭ জন ভিল্লুপুরম ও ৪ জন চেঙ্গালাপাট্টুর বাসিন্দা। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জনের বেশি।

পুলিশ জানিয়েছে, বিষমদ বিক্রি ও সরবরাহ করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ বাহিনী নামানো হয়েছে। অন্যদিকে, নর্থ জ়োনের ইন্সপেক্টর জেনারেল কন্নন জানান, বিষমদ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর সহ মোট সাত জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, বেআইনিভাবে মদ তৈরি করতে মিথানল ব্যবহার করা হয়েছিল, যা কেবল শিল্পাঞ্চলেই ব্যবহৃত হয়। ওই বিষমদ খেয়েই মৃত্যু হয়েছে ১১জনের।

এদিকে, বিষমদ কাণ্ডের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ও চিকিৎসাধীনদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।