Bus Accident: টাল সামলাতে না পেরে ছিটকে খাদে পড়ল বাস, ভোররাতে দ্রুতগতির বলি কমপক্ষে ১৩, আহত ২৫
Maharashtra: মহারাষ্ট্রের পুণে থেকে গোরেগাঁও যাচ্ছিল বাসটি। ভোর সাড়ে চারটে নাগাদ, পুণে-রায়গড় সীমানার কাছে খোপালি এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। রাস্তা থেকে হঠাৎ ছিটকে খাদে পড়ে যায় বাসটি।
মুম্বই: সপ্তাহের শেষদিনে ভয়াবহ দুর্ঘটনা। ভোররাতে খাদে পড়ে গেল বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। খাদ থেকে বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের রায়গড়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুণে ও রায়গড়ের সীমানার কাছে শনিবার ভোরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাস। একটি এগিয়েই তা খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময়ে বাসে কমপক্ষে ৪১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের পুণে থেকে গোরেগাঁও যাচ্ছিল বাসটি। ভোর সাড়ে চারটে নাগাদ, পুণে-রায়গড় সীমানার কাছে খোপালি এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। রাস্তা থেকে হঠাৎ ছিটকে খাদে পড়ে যায় বাসটি। কীভাবে দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর অনুমান, ভোররাতে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতি বেশি থাকায় টাল সামলাতে না পেরে খাদে পড়ে যায় বাসটি। বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে কমপক্ষে ৪১ জন যাত্রী ছিলেন। এখনও অবধি ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় আরও ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহত যাত্রীদের আর্তচিৎকার শুনতে পান। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশেও। বর্তমানে খাদে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রায়গড়ের পুলিশ সুপারিন্টেন্ডেন্টও। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।