Boat Capsize: পা ছিটকিয়ে হাত তুলে বাঁচতে চেয়েছিলেন ওঁরা, আচমকাই নৌকাডুবিতে শেষ ২, নিখোঁজ ৭
Bihar: বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বিহারের সরণ জেলার মাতিয়ার ঘাট থেকে ১৮ জন যাত্রীকে নিয়ে নৌকাটি ছাড়ে। সরযূ নদীর মাঝ বরাবর পৌঁছতেই হঠাৎ বিপত্তি ঘটে। বেসামাল হয়ে উল্টে যায় নৌকাটি। সঙ্গে সঙ্গে তা ডুবতে থাকে।
পটনা: রাস্তা নেই, নদী পারাপারই ভরসা। আর সেই নদী পার করতে গিয়েই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মাঝ নদীতে ডুবে গেল নৌকা। বুধবার সন্ধেয় বিহারের (Bihar) সরণ জেলায় সরযূ নদীতে ডুবে গেল নৌকা (Boat Capsize)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। নিখোঁজ আরও ৭ জন। রাতভর উদ্ধারকাজ (Rescue Operation) চালানো হয়েছে প্রশাসনের তরফে।
জানা গিয়েছে, বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বিহারের সরণ জেলার মাতিয়ার ঘাট থেকে ১৮ জন যাত্রীকে নিয়ে নৌকাটি ছাড়ে। সরযূ নদীর মাঝ বরাবর পৌঁছতেই হঠাৎ বিপত্তি ঘটে। বেসামাল হয়ে উল্টে যায় নৌকাটি। সঙ্গে সঙ্গে তা ডুবতে থাকে। ৯ জন যাত্রী কোনওমতে মাঝ নদী থেকে সাঁতরে পাড়ে পৌঁছতে পারলেও, বাকি ৯ জন ফিরতে পারেননি। পরে উদ্ধারকাজ শুরু করলে ২ মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ ৭ জন।
#WATCH | Bihar | A boat capsized near Matiyar village in Manjhi block of Saran district this evening. DM says that the boat had 19 people, 10 of whom are safe and 7 are being rescued. Two bodies recovered. pic.twitter.com/PIiuzs9DzQ
— ANI (@ANI) November 1, 2023
সরণ জেলার জেলাশাসক আমন সমীর বলেন, “সন্ধে সাড়ে ৬টা নাগাদ সরযূ নদীতে ১৮ জন যাত্রীকে নিয়ে ডুবে যায় একটি নৌকা। স্থানীয় বাসিন্দারা খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে ডুবুরি নামানো হয়েছে। মৃতদের চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
প্রশাসনের এক আধিকারিক জানান, যে সাতজন যাত্রী নিখোঁজ, তাঁরা হয়তো ডুবে গিয়েছেন। বাঁচার আশা নেই। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া অবধি সরকারিভাবে কোনও ঘোষণা করা হবে না।
প্রসঙ্গত, বিহারে সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বার নৌকাডুবির ঘটনা ঘটল। এর আগে গত ১৪ সেপ্টেম্বর মুজাফ্ফরপুর জেলায় বাগমতী নদীতে ১৫টির বেশি শিশু সহ ডুবে যায় একটি নৌকা।